আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আজ বিকেলে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি মসুল শহর সফর করে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে শহরের সকল এলাকা মুক্ত হওয়ার কথা ঘোষণা দেন।
তিনি মসুলে প্রবেশ করে মহান এ বিজয় উপলক্ষে ইরাকের জনগণসহ ইরাকি বাহিনীর প্রতি অভিনন্দন জানান।
মসুল থেকে দায়েশ সন্ত্রাসীদেরকে বিতাড়িত করার বিশেষ অভিযান ৯ মাস আগে শুরু হয়। বিগত কয়েকদিনে ইরাকের সরকারি বাহিনী মসুলের বিভিন্ন এলাকাকে দায়েশ মুক্ত করার অভিযান জোরালোভাবে অব্যাহত রাখে। মসুল শহরের টাইগ্রিস নদীর পার্শ্ববর্তী কয়েকটি এলাকা তখনও দায়েশের নিয়ন্ত্রণাধীন ছিল।
গতকাল (শনিবার, ৮ জুলাই) যদিও ঘোষণা করা হয়েছিল যে, আগামী কয়েক ঘন্টার মধ্যে মসুলের সকল এলাকা দায়েশের হাত থেকে মুক্ত হবে। কিন্তু পুরাতন মসুলের একটি ক্ষুদ্র অংশে তাকফিরী সন্ত্রাসী গোষ্ঠীরা প্রতিরোধ গড়ে তুললে চূড়ান্ত বিজয় বিলম্বিত হয়।
ইরাক সরকারের ভাষ্যানুযায়ী, টাইগ্রিস নদী ধরে পলায়নরত ৩০ জন দায়েশ সন্ত্রাসী আজ ইরাকি বাহিনী’র সাথে সংঘর্ষে নিহত হয়েছে।
সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ, ২০১৪ সালে আতর্কিত এক হামলায় ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেটাকে নিজেদের খেলাফতের কেন্দ্র বলে ঘোষণা দেয়।
৩ বছর আগ থেকে এ নাগাদ মসুলের প্রায় ৯ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছে; যা যুদ্ধ শুরু হওয়ার আগে এ শহরের মোট জনসংখ্যার অর্ধেক।
প্রসঙ্গত, মসুলের উপর ইরাকি বাহিনী’র পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা দায়েশ বিরোধী যুদ্ধের একটি টার্নিং পয়েন্ট বলে গণ্য হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।#