আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ডেনমার্কের ২৬টি স্কুলের বিরুদ্ধে ব্যবস্থাপনা দূর্বলতা, অর্থনৈতিক অক্ষমতা এবং মৌলবাদি শিক্ষা প্রদানের অভিযোগ এনে বাজেট বন্ধের এ হুমকি দিয়েছে সরকার।
ডেনমার্কের সোশ্যাল ডেমোক্রাট পার্টির মুখপাত্র জানিয়েছেন: কিছুদিনের মধ্যেই বন্ধ করে দেয়া হবে ডেনমার্কের ২৬টি ইসলামি স্কুলের সরকারি বাজেট।
গত মাসে নরওয়ে সরকার এদেশের বেবি কেয়ার সেন্টার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়সহ সকল স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানদের নেকাব পরার উপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত প্রস্তাবনা পেশ করার পর ডেনমার্ক সরকারও মুসলমানদের উপর চাপ বৃদ্ধি করেছে।
যে ২৬টি স্কুলের বাজেট বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হয়েছে সেগুলোর মধ্যে ১০টি রাজধানী কোপেনহাগেনে অবস্থিত।#