আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গত মঙ্গলবার (১১ জুলাই) রাতে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বুর্নো এলাকার উপর হামলা চালায় বোকো হারাম তাকফিরি সন্ত্রাসীরা। হামলায় বেসামরিক প্রতিরক্ষা বাহিনী’র কয়েকজন সৈন্যসহ মোট ১৯ জন নিহত। এতে আহত হয় অপর ২৩ জন।
বুর্নো প্রদেশের এক পুলিশ কর্মকর্তা এ সম্পর্কে জানিয়েছেন: নিহতদের ১২ জন বেসামরিক প্রতিরক্ষা বাহিনী’র সদস্য এবং অপর ৭ জন সাধারণ মানুষ; যারা নিহতদের লাশ সরানোর জন্য জড়ো হয়েছিলেন।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনী’র মুখপাত্রের ভাষ্যানুযায়ী, হামলাকারীদের অন্তত ১ জন ছিল নারী। আত্মঘাতী ঐ নারী প্রতিরক্ষা বাহিনী’র সদস্যদের সারিতে প্রবেশ করে তার সাথে এক্সপ্লোসিভ বেল্টের বিস্ফোরণ ঘটায়। এতে আত্মঘাতী নিজে এবং সৈন্যরা নিহত হয়।
প্রসঙ্গত, মুহাম্মাদ বুহারি’র সরকার গতবছরের (২০১৬) শেষের দিকে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীকে সম্পূর্ণভাবে নির্মূল করার কথা ঘোষণা দেওয়ার পরও নাইজেরিয়ায় তাকফিরি এ সন্ত্রাসী গোষ্ঠীর সন্ত্রাসী অভিযান অব্যাহত রয়েছে।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল সন্ত্রাসী এ গোষ্ঠীর উৎপত্তিস্থল। বোকো হারামের বিভিন্ন হামলায় এ নাগাদ প্রাণ হারিয়েছে দেশটির ২০ হাজারেরও বেসামরিক লোক। এছাড়া হাজার হাজার ব্যক্তিকে অপহরণ করে তাদেরকে প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরিত করেছে দায়েশের মত তাকফিরি আকিদাপন্থী এ সন্ত্রাসীরা।
জাতিসংঘ, নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলকে গত ৭০ বছরের সবচেয়ে মানবিক বিপর্যয়গ্রস্থ এলাকা বলে ঘোষণা দিয়েছে। এ অঞ্চলে বসবাসরত ৪৫ লক্ষ মানুষ চরম খাদ্য সংকটের মুখে পড়েছে বলে জাতিসংঘের ঐ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।#