আবনা ডেস্কঃ অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা বাহিনী আবারো আরেক ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করেছে। ইসরাইলি বাহিনীর ওপর সরাসরি গুলি চালানোর চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হয় বলে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে।
আজ (রোববার) রামাল্লাহ শহরের উত্তর-পশ্চিম অংশে নবী সালেহ গ্রামে ইসরাইলি সেনারা ওই ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করেছে। নিহত ফিলিস্তিনি ৩৪ বছর বয়সি আমর হালিল বলে ইসরাইলি পুলিশ জানিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, "নিহত ফিলিস্তিনি ইসরাইলি সেনাদের ওপর সরাসরি গুলি চালানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে তৎক্ষণাৎ প্রতিরোধ করে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।" এছাড়া, নিহত ফিলিস্তিনি যুবক এর আগে গতকাল (শনিবার) নবী সালেহ গ্রামে এবং ইসরাইলের ইতেরেত বসতিতে ইসরাইলের সেনাদের ওপর গুলি করে বলেও তেল আবিব দাবি করেছে।
এদিকে, ইসরাইলি সেনাবাহিনী বিবৃতিতে আরো বলেছে, আজকের ঘটনায় আরো এক ফিলিস্তিনি সামান্য আহত হয়েছে এবং তাকে আটক করা হয়েছে।
এর আগে গত শুক্রবার ইসরাইলি নিরাপত্তা বাহিনী পশ্চিম তীরের দক্ষিণে বেথেলহেম শহরে অভিযান চালিয়ে ১৮ বছর বয়সি ফিলিস্তিনি কিশোর বারা হামামদাহকে গুলি করে হত্যা করে।#