বাঙ্গালী
Tuesday 26th of November 2024
0
نفر 0

মার্কিন হামলায় মোবিলাইজেশন ফোর্সের ৪০ জনের শাহাদাত

মার্কিন হামলায় মোবিলাইজেশন ফোর্সের ৪০ জনের শাহাদাত

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকের গণ ও স্বেচ্ছাসেবী বাহিনী হাশাদাশ শা’বি (মোবিলাইজেশন ফোর্স) এক বিবৃতিতে জানিয়েছে, ইরাক-সিরিয়া সীমান্তে মার্কিন বাহিনীর হামলায় এ বাহিনীর সাইয়্যেদুশ শোহাদা ব্রিগেডের ৪০ জন সদস্য শহীদ হয়েছেন।

মার্কিন বাহিনীর এ হামলা জবাবহীন থাকবে না বলে উল্লেখ করে ইরাকি এ বাহিনীর পক্ষ থেকে ঐ বিবৃতিতে বলা হয়েছে, সাইয়্যেদুশ শুহাদা ব্রিগেডের উপর মার্কিন বাহিনীর হামলার বিষয়ে তদন্ত করার জন্য আমরা ইরাক সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

সাইয়্যেদুশ শুহাদা ব্রিগেডের মহাসচিব আহমাদ আল-মাকসুসি আল-মায়াদিন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে, ইরাকি স্বেচ্ছাসেবী বাহিনীর উপর মার্কিন হামলার জবাব প্রদানের প্রতি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন: ইরাকের প্রতিরোধ আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল সংগঠনই ঐক্যবদ্ধভাবে ইরাকের মোবিলাইজেশন ফোর্সের উপর মার্কিন হামলার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে।

ইরাকের সাইয়্যেদুশ শুহাদা বাহিনীর কমান্ডার এক বিবৃতিতে আরও উল্লেখ করেছেন, জোট বাহিনীর পক্ষ থেকে ইরাক-সিরিয়া সীমান্তে ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীসহ অপর কোন বাহিনীর নিকটবর্তী হওয়ার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরাক সীমান্তে এ ব্রিগেডের অবস্থানকে লক্ষ্য করে মার্কিন বাহিনী ঐ হামলা চালায়।

আবু ওলা আল-ওলায়ী আরও জানিয়েছেন: এ হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলায় উল্লেখযোগ্য সংখ্যক সেনা হতাহত হয়েছে।

তিনি বলেন: মার্কিন বাহিনীর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছি, ইরাক-সিরিয়া সীমান্তে অবস্থানরত ইরাকি বাহিনীর উদ্দেশ্যে নয়’।

সাইয়্যেদুশ শোহাদা ব্রিগেডের কমান্ডার, এ হামলার জন্য মার্কিন বাহিনীকে দায়ী করে, এ হামলার বিষয়ে তদন্ত করার জন্য ইরাক সরকার ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতি আহবান জানিয়েছেন।

ঐ ব্রিগেডের কমান্ডার আরও জানিয়েছেন, নিশ্চিতভাবে স্বেচ্ছাসেবী বাহিনী মার্কিনীদের এ হামলাকে জবাবহীন রাখবে না। হামলার বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য অতি শীঘ্রই আমরা গুরুত্বপূর্ণ সভায় বসবো।

প্রসঙ্গত, ইরাকি বাহিনী’র পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিনীদের ঐ হামলায় অন্তত ইরাকের মোবিলাইজেশন ফোর্সের ৪০ জন সেনা শহীদ এবং অপর ৩০ জন আহত হয়েছেন।#

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

মার্কিন মিত্ররাই সিরিয়ায় ...
তুরস্কে ছুরিকাঘাতে বাংলাদেশি খুন
নিউ ইয়র্কে এবার ছুরিকাঘাতে ...
যশোরে ইমাম বাকির (আ.) এর ...
ফিলিস্তিন ও যায়নবাদ প্রসঙ্গ : ...
‘মুহাম্মদ রাসূলুল্লাহ (সা.)’ মুভি ...
শিশু নীরব হত্যা মামলার প্রধান ...
স্কুলে হিজাব পরায় মার্কিন মুসলিম ...
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ...
আয়াতুল্লাহ জাকজাকি বেঁচে আছেন ...

 
user comment