আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আফগানিস্তানের ‘সারপোল’ প্রদেশের শিয়া অধ্যুষিত মীর্জা ওয়ালাঙ্গ এলাকায় দায়েশ ও তালেবান সন্ত্রাসীদের হামলায় ৬০ জন শিয়া মুসলিম শহীদ হয়েছেন।
ঐ হামলায় ৪৭ জন যুবতিকে তুলে নিয়ে গেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হাতে ঐ সময় দায়েশের কালো পতাকা ছিল।
সারপোল এলাকায় সৈন্য প্রেরণে বিলম্বের তীব্র সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহল থেকে। সমালোচকরা মনে করছেন, মির্জা ওয়ালাঙ্গ এলাকায় এ গণহত্যার বিষয়ে ন্যাটো বাহিনী নিরব দর্শকের ভূমিকা পালন করেছে এবং এ অঞ্চলের জনগণের রক্ষায় কোন ভূমিকাই রাখেনি আফগান কর্তৃপক্ষ।
সারপোলের গভর্নর জানিয়েছেন: বিগত কয়েকদিনের সংঘর্ষে প্রায় ৬ শতাধিক পরিবারের ঘরছাড়া হয়েছে।#