আহলে বাইত বার্তা সংস্থা (আবনা): অভিবাসন ও ইসলাম বিরোধী একটি দল হল্যান্ডের লাইডেন শহরে মুসলিম স্কুলে হামলা চালিয়ে এর একটি অংশে ক্ষতি সাধন করেছে।
গত রোববার (২০ আগস্ট) PEGIDA গ্রুপের সাথে সম্পৃক্ত একটি দল ঐ স্কুলের প্রবেশ দরজার কাঁচ ভেঙ্গে তা শিকল দিয়ে বেঁধে রেখে যায়।
আর-রেসালাহ নামক ঐ স্কুলের প্রধান শিক্ষক ‘গোলসোন দোগান’ এ হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন: এ ধরনের হামলার পর আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ হামলার যথাযথ তদন্তের জন্য আমরা নিরাপত্তা ও পুলিশ বাহিনীর প্রতি আহবান জানাচ্ছি।
তিনি বলেন: আর-রেসালাহ স্কুল দীর্ঘ ২৪ বছর তৎপরতার সময় এই প্রথমবারের মত হামলার শিকার হল।
হল্যান্ডের উগ্রতাবাদী ডানপন্থী ইসলাম ও অভিবাসন বিরোধী PEGIDA গ্রুপ এ হামলার দায় স্বীকার করে হামলার সময়ে তোলা ছবি ও ভিডিও নিজেদের ওয়েব সাইটে প্রকাশ করেছে।
প্রসঙ্গত, এ দলটি একমাস আগেও হল্যান্ডের আস-সালামিয়াহ মসজিদে হামলা চালিয়ে এর একটি অংশ ক্ষতিসাধন করে এবং মসজিদের দেয়ালে রশি ঝুলিয়ে হুমকি মূলক বিভিন্ন চিহ্ন এঁকে যায়।#