আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে খাইর খানা অঞ্চলের কালয়া নাজ্জার এলাকায় একটি মসজিদে আত্মঘাতী হামলার খবর নিশ্চিত করেছে আফগান পুলিশ।
স্থানীয় পুলিশ জানিয়েছে, নামাযের সময় একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এরপর ঘটনাস্থল থেকে গুলির আওয়াজ শোনা গেছে।
ধারণা করা হচ্ছে হামলাকারীরা মসজিদ অভ্যন্তরে প্রবেশ করে মুসল্লিদেরকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।
আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিষয়ক কর্মকর্তা জানিয়েছেন, এ হামলায় অন্তত ২ ব্যক্তি শহীদ এবং ৮ জন আহত হয়েছে। আহতদেরকে কাবুল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রী নাজিব দানেশ জানিয়েছেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে মসজিদের প্রবেশমুখে প্রথমে আত্মঘাতী বিস্ফোরণটি ঘটানো হয়। এরপর ৩ হামলাকারী মসজিদে প্রবেশ করে গুলি চালায়।
তিনি আরও জানান: গতকাল (শুক্রবার, ২৫ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১:২০ মিনিটে এ হামলা চালানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের স্পেশাল ইউনিটের গুলিতে ২ সন্ত্রাসী নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।#