আবনা ডেস্কঃ ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমানগুলোর লেবাননের আকাশসীমা লঙ্ঘনের মধ্য দিয়ে দেশটির বিরুদ্ধে তেল আবিবের আগ্রাসনের আশংকা বাড়ছে। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে নির্মূল করার অভিলাষে এ আগ্রাসন চালানো হতে পারে।
ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে আজ(সোমবার) এ আশংকা ব্যক্ত করেন লেবানিজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক জামাল ওয়াকিম। তিনি বলেন, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ইসরাইলের জন্য উদ্বেগজনক এবং ভীতিকর হয়ে উঠেছে।
তা ছাড়া, সিরিয়ার পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে লেবাননে অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে চাইছে ইসরাইল। মার্কিন নির্দেশেই সিরিয়ার অস্থিতিশীলতা লেবাননে নিয়ে যেতে চাইছে তেল আবিব এবং এতে হিজবুল্লাহর জন্য পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠবে বলে ভাবছে ইসরাইল।
ইহুদবিবাদী ইসরাইল ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া নেমেছে তখন এ আশংকা ব্যক্ত করলেন তিনি। মহড়ায় হিজবুল্লাহর সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের পরবর্তী যুদ্ধের বিষয়টি ফুটিয়ে তোলার প্রকাশ্য ঘোষণা দিয়েছিল তেল আবিব।
এদিকে, গত মাসে হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছিলেন, লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে পারবে না ইসরাইল। এর কারণ ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলেন, হিজবুল্লাহ এখন ২০০৬ সালের চেয়েও শক্তিশালী এবং কোনো যুদ্ধ শুরু করলে তার চড়া মূল্য দিতে হবে তেল আবিবকে। ২০০৬ সালে ৩৩ দিনের যুদ্ধে হিজবুল্লাহর হাতে শোচনীয় ভাবে নাস্তানাবুদ হয়েছিল ইসরাইল।#