আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা):ইরাকের দক্ষিনাঞ্চলে একটি রেস্টুরেন্টের সামনে সশস্ত্র হামলা এবং একটি তল্লাশি কেন্দ্রের পাশে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় ৩ ইরানিসহ মোট ৫০ জন প্রাণ হারিয়েছেন।
ইরাকের যিকার প্রদেশের একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে সুমারিয়া নিউজ জানিয়েছে, ইরাকের দক্ষিন-পূর্বাঞ্চলীয় যিকার প্রদেশে একটি রেস্টুরেন্ট ও একটি তল্লাশি কেন্দ্রে চালানো হামলায় উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক লোক হতাহত হয়েছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও ইরাকের স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ফরাসী বার্তা সংস্থা জানিয়েছে, যিকার প্রদেশের রাজধানী ‘নাসিরিয়া’তে এ হামলা চালানো হয়েছে। এতে ৫০ জন প্রাণ হারিয়েছেন এবং অপর ৮৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিরাপত্তা বিভাগের এক সূত্র জানিয়েছে, হামলাকারীরা সেনাবাহিনীর ইউনিফর্ম পরে দু’টি গাড়িতে করে হাইওয়েতে অবস্থিত ‘ফাদাক’ রেস্টুরেন্টে প্রবেশ করে। এ সময় তারা রেস্টুরেন্টে থাকা লোকদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এ হামলায় বেশ কয়েকজন ইরানি যায়েরসহ উল্লেখযোগ্য সংখ্যক লোক হতাহত হয়।
এ প্রতিবেদনের ভিত্তিতে, সশস্ত্র ব্যক্তিরা রেস্টুরেন্টে হামলা চালানোর পর ফাদাক এলাকায় অবস্থিত তল্লাশি কেন্দ্রের দিকে অগ্রসর হয়। এরপর তারা ঐ তল্লাশি কেন্দ্রের অদূরে একটি গাড়ির বিস্ফোরণ ঘটায় এবং অপর গাড়িতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা ঐ তল্লাশি কেন্দ্রকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি প্রদান করে এ খবর সত্যায়িত করে উল্লেখ করেছে যে, ঐ সশস্ত্র ও গাড়িবোমা হামলায় ৩ জন ইরানিসহ মোট ৫০ জন ইরাকি প্রাণ হারিয়েছে।
প্রসঙ্গত, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এ হামলার দায় স্বীকার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।#