আবনা ডেস্কঃ নোম্যান্সল্যান্ডে চার দিন ধরে অবস্থান নেয়া প্রায় ২০ হাজার রোহিঙ্গাকে কক্সবাজারে উখিয়ার বালুখালী ক্যাম্পে আনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিজিবির সহায়তায় তাদের ক্যাম্পে আনা হয়। গত রোববার নতুন করে কক্সবাজারের উখিয়ার পালংখালী আঞ্জুমানপাড়া সীমান্ত দিয়ে অর্ধ লক্ষাধিক রোহিঙ্গা প্রবেশ করেন।
বিজিবির কড়াকড়ির কারণে এসব রোহিঙ্গা সীমান্তের নোম্যান্সল্যান্ডে অবস্থান নেয় গত চার দিন ধরে। সেখানে অনেকটা মানবেতর জীবনযাপন করে আসছিল তারা।
থেমে থেমে ভারীবর্ষণ শুরু হওয়ায় খোলা আকাশের নিচে অবস্থান করা এ রোহিঙ্গারা চরম বিপর্যয়ে পড়ে। শিশু ও বৃদ্ধদের নিয়ে অনেক পরিবার খুব বেকায়দায় পড়ে।
বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইকবাল আহমেদ বলেন, বুধবার রাতে তাদের সরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া যায়। তার আলোকে বৃহস্পতিবার সকাল থেকে রোহিঙ্গাদের কড়া পাহারায় নিয়ে আসা শুরু হয়। এ কার্যক্রমে আরআরসি, ইউএনএইচসিআর এবং আইওএমসহ সহযোগিতা করছে বলে জানান মেজর ইকবাল।