আবনা ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি সুড়ঙ্গপথের ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় অন্তত আট ফিলিস্তিনি শহীদ ও ১০ জনের বেশি আহত হয়েছেন। গাজা উপত্যকার দক্ষিণ অংশে সোমবার এ হামলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র জানিয়েছে, শহীদ আটজনের মধ্যে ছয়জন হলেন- ২৫ বছর বয়সী আহমাদ খালিল আবু আরমানাহ, ২৭ বছর বয়সী ওমর নাসের আল-ফ্লিত, ৩০ বছর বয়সী মেসবাহ ফায়িক শুবাইর, ২২ বছরের মুহাম্মাদ মারওয়ান আল-আগা, আরাফাত আবু মোর্শেদ এবং হাসান আবু হাসনাইন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদার জানিয়েছেন, আহত কয়েকজনের অবস্থা গুরুতর।
শহীদদের মধ্যে মোর্শেদ ও হাসনাইন হচ্ছেন ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের সিনিয়র কমান্ডার। হামলার পর গাজার খান ইউনুস শহরে আল-আকসা শহীদ হাসাপাতালের সামনে ফিলিস্তিনিরা জড়ো হয়ে ইসরাইল-বিরোধী বিক্ষোভ করেন।
এদিকে, গাজা উপত্যকায় বিমান হামলা চালানোর পর ইহুদিবাদী ইসরাইলের সামরিক কর্মকর্তারা সীমান্তে নিজেদের নিরাপত্তা জোরদার করেছে। জানা গেছে- বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ওই সুড়ঙ্গপথের নির্মাণ কাজ এখনো শেষ হয় নি। এটা ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নির্মাণ করছিল এবং অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রস্থলকে তা সংযুক্ত করেছে।
২০০৭ সাল থেকে গাজার ওপর সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে ইহুদিবাদী ইসরাইল। ফলে জীবনধারণের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আনানেয়া করতে গাজার লোকজন এসব সুড়ঙ্গপথ ব্যবহার করে। কিন্তু ইহুদিবাদী ইসরাইল ও মিশরের সামরিক বাহিনী মাঝেমধ্যেই হামলা চালিয়ে এসব সুড়ঙ্গপথ ধ্বংস করে দেয়। ইসরাইলি অবরোধের কারণে গাজার জনগণের অবস্থা দিন নি করুণ হয়ে পড়ছে। বহু মানবাধিকার সংস্থা গাজাকে এখন বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার বলে আখ্যায়িত করে থাকে।#