আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): নাইজেরিয়ার উত্তরাঞ্চল কর্তৃপক্ষ জানিয়েছেন, শোকানুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে সমবেত জনতাকে লক্ষ্য করে পুলিশের চালানো গুলিতে শহীদ হয়েছেন ৪ জন শিয়া মুসলিম।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইমাম হুসাইন (আ.) ও কারবালার শহীদদের শাহাদাতের চল্লিশা উপলক্ষে আয়োজিত শোক মিছিলে অংশগ্রহণকারী আহলে বাইত (আ.) এর অনুসারীদেরকে লক্ষ্য করে রাবার বুলেট এবং যুদ্ধে ব্যবহৃত গুলি ছুঁড়েছে পুলিশ। পুলিশের এ হামলায় ২ জন নারী ও ২ জন পুরুষ শহীদ হয়েছেন।
মিছিলে অংশগ্রহণকারীরা নাইজেরিয়া ইসলামি মুভমেন্টের নেতা শাইখ ইব্রাহিম যাকযাকি’র বাড়ির দিকে অগ্রসর হচ্ছিল।
তবে দেশের কানো শহরের পুলিশ, গুলি করে শোক মিছিলে অংশগ্রহণকারীদেরকে হত্যার বিষয়টি নাকচ করেছে।
নাইজেরিয়ার শিয়াদের উপর এদেশের পুলিশ ও সেনাবাহিনীর সহিংস পদক্ষেপ বৃদ্ধি পেলেও গতবছর ৯ নভেম্বর এ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছিল যে, নাইজেরিয় সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠি বোকো হারামের কাছে অস্ত্র বিক্রি করছে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ডিসেম্বর মাসে নাইজেরিয় পুলিশ ও সেনাবাহিনী এদেশের যারিয়া অঞ্চলে অবস্থিত ‘বাকিতুল্লাহ’ ইমামবাড়িতে আযাদারির অনুষ্ঠানে হামলা চালিয়ে শত শত বেসামরিক লোককে হত্যা করে।আগ্রাসী সৈন্যরা এ সময় শাইখ যাকযাকিকে আহত করে তাঁকে এবং তাঁর স্ত্রীকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
ঐ হামলায় গুরুতর আহত শাইখ যাকযাকি বিনা চিকিৎসায় একটি চোখ হারান এবং অপর চোখটির দৃষ্টিও হারাতে বসেছেন তিনি।#