আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)-এর উচ্চতর পরিষদের সদস্য হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আলহাজ্ব মাওলানা ‘সৈয়দ আলী তাকাভি’ বার্ধক্য জনিত কারণে ৮৩ বছর বয়সে ইন্তিকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার পিতার নাম ‘সৈয়দ হাসান’।
তিনি ১৯৩৪ সালে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ‘বিজনোর’ শহরে জন্মগ্রহণ করেন। লাখনৌ শহরের ‘সুলতানুল মাদারেস’ মাদ্রাসায় ধর্মীয় শিক্ষায় হাতেখড়ি হওয়ার পর তিনি উচ্চতর শিক্ষার জন্য ইরাকের জ্ঞানের নগরী ‘নাজাফে আশরাফ’ যান।
নাজাফে অধ্যায়ন শেষে তিনি ভারতে ফিরে এসে ধর্মীয় বিষয়ে শিক্ষকতার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারে ভূমিকা রাখেন। তিনি দিল্লির শিয়া জামে মসজিদের পেশ ইমামের দায়িত্ব পালন ছাড়াও ইলাহাবাদের ফিকাহ বিষয়ক পরিষদের সদস্যও ছিলেন। এছাড়া বেশ কিছু গ্রন্থও রচনার পাশাপাশি তিনি লাখনৌ বিশ্ববিদ্যালয়ের তাফসির বিভাগে তৎপর ছিলেন।
প্রসঙ্গত, বিবৃতি প্রকাশ করে প্রখ্যাত এ আলেমের ইন্তিকালে শোক প্রকাশ করেছে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)।#