আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, কাবুলের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বার্তা সংস্থা ভবনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৪১ জন প্রাণ হারিয়েছে।
সেদায়ে আফগান (আভা) বার্তা সংস্থা ভবনে ও তিবইয়ান সাংস্কৃতিক কেন্দ্রে আত্মঘাতী হামলায় ৪০ জনেরও বেশী প্রাণ হারিয়েছে এবং ৮৪ জন আহত হয়েছে। হতাহতদের বেশীরভাগই তিবইয়ান সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত একটি আলোচনা সভায় অংশগ্রহণের জন্য প্রতি সপ্তাহের ন্যায় সমবেত হয়েছিল।
গতকাল স্থানীয় সময় সকাল ৯:৫০ মিনিটে এ আত্মঘাতী হামলার প্রথম বিস্ফোরণটি ঘটানো হয়। এর কয়েক মিনিট পর দ্বিতীয় ও তৃতীয় বিস্ফোরণ ঘটানো হয়।
বার্তা সংস্থা ‘আভা’র পরিচালক সৈয়দ হাসান হুসাইনি এ সম্পর্কে জানান: আত্মঘাতী এ হামলায় আভার রিপোর্টার সৈয়দ মোশতাক হুসাইনি, তিবইয়ান সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা সৈয়দ বাকের ওয়ায়েজি এবং আমিরুল মু’মিনীন মাদ্রাসার কর্মকর্তা জনাব জিয়ায়ী শহীদ হয়েছেন।
এদিকে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ হামলার সাথে তাদের জড়িত থাকার বিষয়টি নাকচ করে দিয়ে জানিয়েছেন, তারা গণমাধ্যমকে টার্গেট করেন না। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউই হামলার দায় স্বীকার করেনি।
প্রসঙ্গত, তিবইয়ান সাংস্কৃতিক কেন্দ্রটি আফগানিস্তানের আহলে বাইত (আ.) এর ভক্তদের দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান।#