ইরানের ইসলামি সরকারের প্রতি সমর্থন এবং সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে কয়েকটি শহরে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ হয়েছে।
আবনা ডেস্কঃ ইরানের ইসলামি সরকারের প্রতি সমর্থন এবং সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে কয়েকটি শহরে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ হয়েছে। এতে যোগ দিয়েছেন সমাজের সব শ্রেণি-পেশার লাখ লাখ মানুষ।
আজকের (বুধবার) মিছিল-সমাবেশে যোগ দেয়া লোকজনের হাতে ছিল নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা এবং তারা ইসলামি সরকারের পক্ষে স্লোগান দেন। ইরানের প্রেস টিভি জানিয়েছে- আহওয়াজ, কেরমানশাহ, বুশেহর, আবাদান, গোরগান ও কোম শহরে এসব মিছিল সমাবেশে হয়েছে।
দ্রব্যমূল্য বেড়ে যাওয়া ও দেশের অর্থনৈতিক অবস্থার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে গত বৃহস্পতিবার থেকে ইরানের কয়েকটি শহরে কিছু মানুষ মিছিল-সমাবেশ করেন। তবে বিচ্ছিন্ন সহিংসতায় কয়েকটি শহরে বেশ কিছু সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।
এসব ঘটনার সঙ্গে জড়িতদের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিনে বেশ কয়েকটি টুইটার পোস্ট দিয়েছেন। এছাড়া, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও সহিংসতার প্রতি সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন। আজকের বিক্ষোভ মিছিলে অংশ নেয়া লোকজন আমেরিকা ও ইসরাইলের ধ্বংস কামনা করে নানা স্লোগান দেন।#