পুত্রের সাথে ফোনালাপে ইসলামি মুভমেন্ট অব নাইজেরিয়ার নেতা বলেছেন, কোন পূর্ব ঘোষণা ছাড়াই দৃশ্যপট সাজিয়ে তাকে গণমাধ্যমের সামনে হাজির এবং তার মন্তব্য সেন্সর করে জনগণের সামনে প্রচার করেছে আবুজা সরকার।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের নেতা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শাইখ ইব্রাহিম যাকযাকিকে দীর্ঘ ২ বছরের অধিক সময় ধরে অবৈধভাবে আটকে রাখা হয়েছে। অবশেষে গতকাল (শনিবার ১৩ জানুয়ারি) প্রথমবারের মত জনসম্মুখে এসেছেন তিনি।
তিনি ও তার আহত স্ত্রী খুঁড়িয়ে খুঁড়িয়ে নাইজেরিয়ার গোয়েন্দা মন্ত্রণালয়ের একটি ভবন থেকে বেরিয়ে নিজেদেরকে সাংবাদিকদের ক্যামেরার সামনে আবিস্কার করেন।
এরপর শাইখ কিছুক্ষণ সাংবাদিকদের সাথে কথা বলেন। কিন্তু তার কথাগুলো হুবহু প্রচার না করে তা সেন্সর করে সরকারী গণমাধ্যমে প্রচার করা হয়েছে। তিনি নিজের বেঁচে থাকা একমাত্র পুত্র ‘মুহাম্মাদ যাকযাকি’র সাথে এক টেলিফোনালাপে এ কথা জানিয়েছেন।
শাইখ যাকযাকি সাংবাদিকদের সামনে তাদের উপস্থিত হওয়া সম্পর্কে জানান: আমাদেরকে বলা হয়, কিছু টেস্ট করার জন্য আমাদেরকে অন্য স্থানে নেয়া হচ্ছে। কিন্তু আশ্চার্যজনকভাবে গোয়েন্দা মন্ত্রণালয়ের একটি ভবনে আমাদেরকে নেয়া হয়। যখন তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে, আমাদেরকে ল্যাবে না নিয়ে কেন এখানে আনা হয়েছে? তখন তারা উত্তরে বলে: ‘আপনার স্ত্রীর চিকিৎসক এখানেই আছেন। এখানে চিকিৎসক তাকে পরীক্ষা করার পর আমরা ল্যাবে যাব’।
তিনি কোনরক পূর্ব ঘোষণা ও প্রস্তুতি ছাড়াই কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হওয়ার বিষয়ে বলেন: ডাক্তার তোমার মা’কে পরীক্ষা করার পর বললেন, এখন আমরা ল্যাবরেটরীতে যাব। কিন্তু এখানে আপনার সাথে দেখা করার জন্য কয়েকজন অপেক্ষা করছেন। ল্যাবে যাওয়ার আগে তারা আপনার সাথে সাক্ষাত করতে চান’। কারা আমাদের জন্য অপেক্ষা করছিলেন তা আমরা বুঝতে পারিনি। কিন্তু ঐ স্থান থেকে বের হয়েই অপেক্ষারত সাংবাদিকদেরকে ভিডিও করতে দেখে অবাক হই।
আটক নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের নেতা সাংবাদিকদের করা প্রশ্নের বিষয়ে বলেন: তারা আমাকে জিজ্ঞেস করেছিল, ‘আপনার জীবন এবং সুস্থ্যতা সম্পর্কে অনেক কথাই রটেছে’। উত্তরে আমি বলি: গত শুক্রবার (৫ জানুয়ারি) আমি একটি স্ট্রোকের শিকার হই; যার প্রভাব গত সোমবার পর্যন্তও ছিল। এরপর আমি বিপদমুক্ত হয়েছি।
এবার আমার চিকিৎসকদেরকে আমার দেখাশুনা করার অনুমতি দেয়া হয়। আমি এখন সুস্থ। এর আগে আমার চিকিৎসকরা আমার সাথে সাক্ষাতের অনুমতি পেত না। শুধু নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের চিকিৎসকরাই আমার দেখাশুনা করত। আটকের পর এই প্রথম আমার চিকিৎসদেরকে আমার সাথে দেখা করতে দেওয়া হল।
তিনি বলেন: ‘ঐ স্ট্রোকের প্রভাব এখনো রয়েছে। তবে আস্তে আস্তে সেরে উঠছি। আমার সুস্থতা কামনায় দোয়া করার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই’। আমি এ কথাগুলোই তাদেরকে বলেছি।
সরকারী গণমাধ্যমে তার কথাগুলোকে সেন্সর করে প্রচারের বিষয় শুনে শাইখ যাকযাকি বলেন: আমার মনে হয়েছে তারা পরিকল্পিতভাবেই লোক দেখানোর জন্য পূর্ব থেকে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছিল। প্রচারিত প্রতিবেদনে তার স্ট্রোক করার কোন কথাই উল্লেখ করা হয়নি। তাতে দেখানো হয়েছে, আমি শুধু বলেছি যে, আমি সুস্থ হয়ে উঠছি এবং দোয়ার জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন: আমার শারীরীক অবস্থা এতটাই নাজুক যে, তোমার সাথে কথা বলার সময় আমাকে শুয়ে পড়ে কথা বলতে হচ্ছে, যাতে স্বাচ্ছন্দে কথা বলতে পারি। বসে নামায আদায় করি। রুকু ও সিজদাতে নীচু ও উঁচু হতে পারি না। কিন্তু মহান আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞ। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ তার বান্দাদের দোয়ার জন্য। তাদের দোয়ার প্রভাব আমি অনুভব করি।
‘নাইজেরিয়ার গোয়েন্দা মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞ শাইখ যাকযাকি’ শিরোনামে যা কিছু প্রচারিত হয়েছে –সে সম্পর্কে তিনি বলেন: আমি আমার কথার মাঝে কখনই নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের প্রতি কৃতজ্ঞতার কথা বলিনি। তারা কোন অবস্থাতেই আমার কৃতজ্ঞতা পেতে পারে না। কেননা কোন কারণ ছাড়াই আমাকে আটকে রেখেছে তারা। দেশের আদালত তাদের এ পদক্ষেপকে অবৈধ ঘোষণা করে রায় দিলেও তারা কোন কারণ ছাড়াই আমাকে আটকে রেখেছে। এ দেশের কোন আইনই তাদের এ কাজকে সমর্থন করে না। এ ঘটনার শুরুর দিন থেকে ২ বছর পার হয়ে গেছে এবং আমাকে আটকে রাখার পক্ষে কোন যুক্তি নেই শীর্ষক যে রায় আদালত প্রদান করেছিল তারও ১ বছর পার হয়েছে, তবুও তারা আমাকে আটকে রেখেছে। তারা এখনও মানুষ হত্যা অব্যাহত রেখেছে। আমি কিভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে পারি।
তার সংযোজন: ‘তারা এ দৃশ্যপটের অবতারণের মাধ্যমে বিশ্ববাসীকে দেখাতে চেয়েছেন যে, আমি বেঁচে আছি’। তারা মানুষের সামনে এটা দেখাতে চেয়েছে যে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, -এটা ঠিক নয়। মহান আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞ; কারণ তিনি তাদেরকে লক্ষ্যে পৌঁছুতে দেননি।
আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার এ সদস্য তার আলাপের শেষে আবারও তার সুস্থতার জন্য যারা দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন: মহান আল্লাহকে শুকরিয়া জানাই এবং জনগণের প্রতি তাদের দোয়ার জন্য কৃতজ্ঞতা। সকল ভাই-বোনদের চেষ্টা প্রচেষ্টার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং মহান আল্লাহর দরবারের তাদের জন্য ধৈর্য ও দৃঢ়তা কামনা করি।#