ইয়েমেনে আগ্রাসন অব্যাহত রাখার পরিণতির বিষয়ে সৌদি আরবকে আবারও হুঁশিয়ারি দিয়েছে সেদেশের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ। সংগঠনের মহাসচিব আব্দুল মালিক বদরউদ্দিন আল হুথি আজ (বুধবার) বলেছেন, ইয়েমেনিদের পাল্টা হামলায় হতভম্ব হবে সৌদি আরব। আগামী কয়েক দিনের মধ্যেই এ ঘটনা ঘটবে বলে তিনি জানান।
তিনি এক টুইটার বার্তায় লিখেছেন, কয়েক দিন আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী তায়িজে সৌদি ভাড়াটে গেরিলাদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই সৌদি নেতারাও বুঝতে পারবেন যে, আমরা প্রতিশোধ নেয়ার কথা ভুলে যাই নি। ইয়েমেনিদের নয়া পদক্ষেপে সৌদি নেতারা হতভম্ব হবে বলে তিনি মন্তব্য করেছেন।
গত সোমবার বিকেলে নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি কাহের ২-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি ভাড়াটে গেরিলাদের আল-খাইয়ামি ঘাঁটিতে হামলা চালায়। এতে ৩৫ জনের বেশি হাদিপন্থি গেরিলা নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে। তবে হাদির সঙ্গে ঘনিষ্ঠ হাসপাতাল সূত্র ক্ষেপণাস্ত্র হামলায় মাত্র ১২ জনের প্রাণহানির কথা স্বীকার করেছে।
ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ২০১৫ সালের মার্চ থেকে সেদেশে ব্যাপক হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ