শারীরীক অবস্থার অবনতির কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে আয়াতুল্লাহ ঈসা কাসেমকে।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বাহরাইনের আল-উইফাক সোসাইটি এদেশের শীর্ষস্থানীয় শিয়া আলেম ও ধর্মীয় নেতা আয়াতুল্লাহ শাইখ ঈসা কাসেমকে হাসপাতালে ভর্তি করার খবর নিশ্চিত করেছে।
আল-উইফাকের ঐ বার্তায় বলা হয়েছে, শাইখ ঈসা কাসেমের শারীরীক অবস্থার অবনতির কারণে তার অপারেশনের বিষয়টি অপরিহার্য্য হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে আদালত রায় ঘোষণার জন্য তাকে হাসপাতালে ভর্তির বিষয়টি বিলম্বিত করেছে বাহরাইন কর্তৃপক্ষ।
ঐ বার্তায় বাহরাইনের শিয়াদের বিরুদ্ধে অন্যায় ও অত্যাচারের নীতি বন্ধ এবং আয়াতুল্লাহ ঈসা কাসেমের নাগরিকত্ব বাতিল বিষয়ক আদেশ প্রত্যাহারের দাবী জানিয়েছে আল-উইফাক।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই আয়াতুল্লাহ ঈসা কাসিমের নাগরিকত্ব বাতিলের অনুমোদন দিয়েছে বাহরাইনের সুপ্রিম কোর্ট।#