বাঙ্গালী
Monday 2nd of September 2024
0
نفر 0

তাফসীরে তাসনিম আরবী ভাষায় অনুদিত

তাফসীরে তাসনিম আরবী ভাষায় অনুদিত

    আয়াতুল্লাহ জাওয়াদী আমুলী’র রচিত তাফসিরে তাসনিম আরবী ভাষায় অনুদিত ও প্রকাশিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: তাফসিরে তাসনিম গ্রন্থের –যার ২০ খণ্ড এ পর্যন্ত ফার্সী ভাষায় প্রকাশিত হয়েছে- ১ম হতে ৪র্থ খণ্ড ইসরা সাংস্কৃতিক ও গবেষণা কেন্দ্রের অনুবাদ বিভাগ কর্তৃক অনুদিত ও প্রকাশিত হয়েছে।

এ মূল্যবান গ্রন্থের ১ম হতে ৪র্থ খণ্ড পর্যন্ত অনুবাদ করেছেন ড. সৈয়দ হায়দার হাসানী ও সৈয়দ আব্দুল মুত্তালিব রেজা এবং এর সম্পাদনা করেছেন শেইখ মুহাম্মাদ মোনয়েম খাকানী।

তাফসিরে তাসনিমের ১ম খণ্ডটিতে মোট ১০টিতে অধ্যায় রয়েছে। অধ্যায়সমূহের শিরোনাম হচ্ছে: ‘লোগাতুল কোরআনুল কারিম’, ‘খাসায়েসু তাফসিরিল কুরআন’, ‘তাফসিরুল কোরআন বিল কোরআন’, ‘তাফসিরুল কোরআন বিস সুন্নাহ’, ‘তাফসিরুল কোরআন বিল আকল’, ‘তাফসির বির রায়’, ‘মাকানাতু আরাউল মুফাসসিরীন’, ‘শানুন নুযুল ফিত তাফসির’, ‘ফাহমুল কোরআন ওয়াশ শুবহাতিল জাদিদাহ’, ‘সিফাতুল কোরআন ফি নাযারিল মা’সুমীন’। এ ছাড়া এ খণ্ডে সূরা হামদের তাফসিরও উল্লেখিত হয়েছে।

দ্বিতীয় খণ্ডটিতে সূরা বাকারাহ’র ২৯টি আয়াতের তাফসির বর্ণিত হয়েছে। যার মধ্যে ‘খাওয়াসসুল হুরুফুল মুকাত্তায়াহ’, ‘আল কুরআনুল কারিম হুয়াল কিতাবুল ফারদ ওয়াল মুহাইমিন’, ‘তাজাল্লিউল কুরআন’, ‘খাদাউল মুনাফিকীন লি আনফুসিহিম ইত্যাদি উল্লেখযোগ্য।

তৃতীয় খণ্ডে সূরা বাকারাহ’র ৩৯নং আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছে। যার মধ্যে ‘খাসায়েসু জা’লিল খালিফাহ’, ‘দারাজাতুল খোলাফা’, ‘আল ফারক বাইনাত তা’লিম ওয়াত তাদরিস’, ‘গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ’, ‘আল ইলমুল ইলাহি বিযাহিরিন ওয়া বাতেনিল মালাইকাহ’, ‘খাসায়েসু সুজুদিল মালাইকাহ’, ‘আয যুলালা ইয়ামহাদু লিযযুলালিল আখার’, ‘সায়াতুল হিদায়াতুল ইলাহিয়্যাহ’ ইত্যাদি শিরোনাম উল্লেখযোগ্য।

৪র্থ খণ্ডে সূরা বাকারাহ’র ৪০ হতে ৬০ নং আয়াতের তাফসির উল্লেখিত হয়েছে। এতে ‘আদ দাওয়াহ ইলা উসুলিদ দ্বীনিস সালাসাহ’, ‘আদ দাওয়াহ ইলাল ঈমান বিল কুরআন’, ‘তারগীবু আহলিল কিতাব বিকাবুলিল কোরআন’, ‘ইকামাতুস সালাহ’, ‘আল মুরাদ মিনাস সালাহ’, ‘তাকবীহু নিসইয়ানিন নাফস’, ‘মাফহুমুস সাবর ওয়া মেসদাকিহি’, ‘নে’মাতুল হারবাহ ওয়াল এস্তেকলাল ইত্যাদী অধ্যায় রয়েছে।

অধিক অবগতি ও গ্রন্থ সংগ্রহের জন্য ০০৯৮ ২৫১ ২৯৩১১৬৮ এ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।#

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

তিন তালাক’র অবসান চান ভারতের ...
আমাকে এ নারীর হাত হতে মুক্তি দাও!: ...
ত্রৈমাসিক পত্রিকা ‘প্রত্যাশা’ ...
বাস্তবতার দর্পনে ওহাবি মতবাদ (১১ - ...
চাকরিতে বাধা হিজাব ; নিরাপত্তা ...
ইরান মুসলিম জাতিগুলোর জন্য আদর্শ ...
সূরা আ'রাফ;(২৬তম পর্ব)
ভারতে যে দাঙ্গা মুসলিম নারীদের ...
সুফীবাদ প্রসঙ্গে
মিয়ানমারে ইমাম হুসাইন (আ.) এর ...

 
user comment