লন্ডন থেকে প্রকাশিত দৈনিক আল-আরাবি আল-জাদিদের খবর অনুযায়ী, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও আল-কায়েদার বিরুদ্ধে সামরিক অভিযানের সময় এসব সৌদি নাগরিক ধরা পড়ে।
আবনা ডেস্কঃ ৪০০'র বেশি সন্ত্রাসীকে হস্তান্তরের জন্য সৌদি আরব ইরাকের কাছে যে দাাবি করেছিল বাগদাদ তা প্রত্যাখ্যান করেছে। সন্ত্রাসবাদে অভিযুক্ত হওয়ার কারণে এসব সন্ত্রাসী ইরাকের কারাগারে রয়েছে।
লন্ডন থেকে প্রকাশিত দৈনিক আল-আরাবি আল-জাদিদের খবর অনুযায়ী, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও আল-কায়েদার বিরুদ্ধে সামরিক অভিযানের সময় এসব সৌদি নাগরিক ধরা পড়েছে। সৌদি নাগরিকদের সঙ্গে ইউরোপ ও কয়েকটি আরব দেশের বহু সন্ত্রাসী রয়েছে।
ইরাক সরকারের মুখপাত্র সাদ আল-হাদিসি বলেছেন, বাগদাদ কেবল সেইসব ব্যক্তিকে হস্তান্তর করবে যারা সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্তি পেয়েছে। ইরাক সরকার জানিয়েছে, কারাগারে আটক সমস্ত বিদেশী নাগরিককে আইনের আওতায় আনা হয়েছে এবং দায়েশের সঙ্গে সম্পর্ক থাকার কারণে চলতি বছর এ পর্যন্ত একজন জার্মান ও এক তুর্কি নারীকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
গত সপ্তাহে কুয়েতে অনুষ্ঠিত ইরাক পুনর্গঠন বিষয়ক সম্মেলনে সৌদি আরব বাগদাদ সরকারকে দেশ গঠনের জন্য ১৫০ কোটি ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। এরপর সৌদি আরব সন্ত্রাসীদের হস্তান্তরের জন্য ইরাকের কাছে অনুরোধ করেছে।#