মার্কিন নেতৃত্বাধীন কথিত দায়েশ বিরোধী জোট বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে সিরিয়ার উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক ব্যক্তি।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সিরিয়ার ডেইর এয-যৌর এলাকায় বেসামরিক ব্যক্তিদেরকে লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন কথিত দায়েশ বিরোধী জোট। এতে উল্লেখযোগ্য সংখ্যক নিরাপরাধ বেসামরিক লোক হতাহত হয়েছে। ডেইর এয-যৌর অঞ্চলের ‘যোহরাহ আল-আলওয়ানি’ এলাকায় গৃহহারা সিরিয়দেরকে লক্ষ্য করে ঐ হামলা চালায় মার্কিন বিমান বাহিনী।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঐ অঞ্চলে জড়ো হওয়া গৃহহারা মানুষগুলো মার্কিন বিমান হামলার শিকার হয়। হামলায় অন্তত ২৪ জন বেসামরিক লোক প্রাণ হারিয়েছে, আহত হয়েছে আরও অনেকে। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর দু’দিন আগেও ‘আশ-শাফয়াহ ও যোহরা আল-আলওয়ানি’ গ্রামে হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী। এতে অন্তত ১৬ জন বেসামরিক লোক প্রাণ হারায়।
২০১৪ সালে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্দিষ্ট কাঠামোর বাইরে এ জোট গঠন করা হয়। এ নাগাদ ডেইর এয-যৌর, রাকাহ ও হাসকাসহ সিরিয়ার বিভিন্ন আবাসিক এলাকাতে বিমান হামলা চালিয়েছে অবৈধ এ জোট। তাদের পরিচালিত বিমান হামলায় এ পর্যন্ত শত শত বেসামরিক লোক হতাহত হয়েছে।
প্রসঙ্গত, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বহুবার অবৈধ এ জোট ভেঙ্গে দেওয়ার আহবান জানালেও তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।#