তিনি আগ্রাসীদের উদ্দেশে বলেন, 'আপনারা সালেহ সামাদকে হত্যার পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত হোন'।
আবনা ডেস্কঃ ইয়েমেনের সর্বোচ্চ জাতীয় রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ সামাদকে হত্যার জন্য আমেরিকা ও সৌদি আরবসহ সব আগ্রাসী দেশকে দায়ী করেছে দেশটির জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ। আনসারুল্লাহর মহাসচিব আব্দুল মালিক বদরউদ্দিন আল-হুথি আজ (সোমবার) সরাসরি সম্প্রচারিত এক টিভি ভাষণে বলেছেন, ঘাতকরা যে অপরাধ করেছে তার জবাব অবশ্যই পাবে।
তিনি আগ্রাসীদের উদ্দেশে বলেন, 'আপনারা সালেহ সামাদকে হত্যার পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত হোন'।
সালেহ সামাদকে হত্যার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বদরউদ্দিন আল হুথি।
গত বৃহস্পতিবার সৌদি আরবের বিমান হামলায় ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ সামাদ শাহাদাৎবরণ করেছেন। তবে তার শাহাদাতের খবরটি সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সালেহ সামাদের শাহাদাতের ঘটনায় দুঃখ প্রকাশ করে দেশব্যাপী তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ। সালেহ সামাদের হত্যাকাণ্ড বিনা জবাবে পার পাবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
২০১৬ সালের ৬ আগস্ট থেকে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন দেশটির জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহর প্রভাবশালী নেতা সালেহ সামাদ।
২০১৫ সালের মার্চ মাস থেকে দারিদ্রপীড়িত প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।#