বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে দুই আত্মঘাতী বোমা হামলাকারীসহ লস্কর-ই-জাংভির (এলইজে) এক জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন।
আবনা ডেস্কঃ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে দুই আত্মঘাতী বোমা হামলাকারীসহ লস্কর-ই-জাংভির (এলইজে) এক জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার পাক সেনাবাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
অভিযানে এলইজে নেতাদের সঙ্গে তীব্র গোলাগুলিতে পাকিস্তানের সামরিক বাহিনী গোয়েন্দা শাখার কর্মকর্তা কর্নেল সোহাইল আবিদ নিহত হয়েছেন। এতে আরও চার সৈন্য আহত হয়েছেন। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযানে নিহত লস্কর-ই-জাংভির বেলুচিস্তান শাখার প্রধান সালমান বাদেনি শিয়া হাজারা সম্প্রদায় ও পুলিশের শতাধিক নিরপরাধ সদস্য হত্যায় জড়িত ছিলেন।
তাকফিরি দেওবন্দি ধারার অনুসারী লস্কর-ই-জাংভি শিয়াদের ধর্মত্যাগী বলে বিবেচনা করে। গত দুই দশক ধরে গোষ্ঠীটি বেলুচিস্তানে বহু প্রাণঘাতী বোমা ও বন্দুক হামলা চালিয়েছে। এসব হামলার অধিকাংশই শিয়া হাজারা সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো হয়।