ইয়েমেনের পশ্চিম উপকূলীয় আল-জাহ এলাকায় এ বিপর্যয়ের মুখোমুখি হয় সৌদি জোট। এদিন সৌদি জোটের ৫৮ জন সামরিক ব্যক্তি নিহত হয়েছে।
আবনা ডেস্কঃ ইয়েমেনের সেনা ও হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের হামলায় সৌদি নেতৃত্বাধীনসামরিক জোট শনিবার বড় বিপর্যয়ের মুখে পড়েছে।
ইয়েমেনের পশ্চিম উপকূলীয় আল-জাহ এলাকায় এ বিপর্যয়ের মুখোমুখি হয় সৌদি জোট। এদিন সৌদি জোটের ৫৮ জন সামরিক ব্যক্তি নিহত হয়েছে।
ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশনের খবর অনুসারে- ইয়েমেনের সেনা ও আনসারুল্লাহ যোদ্ধাদের হাতে সৌদি জোটের ৫০ আগ্রাসী নিহত হয়। এছাড়া অনেককে আটক করা হয়েছে।
অন্যদিকে সীমান্তবর্তী সৌদি আরবের জিজান প্রদেশে ইয়েমেনি স্নাইপার ও আসনারুল্লাহ যোদ্ধাদের হামলায় আট সৌদি সেনা নিহত হয়েছে।
এর আগে গত ৩১ মে আসির প্রদেশে ইয়েমেনের সেনারা সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করেছিল।
সম্প্রতি তারা দেশীয় প্রযুক্তিতে তৈরি বাদ্র-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জিজান প্রদেশের একটি বিমানবন্দরেও হামলা চালিয়েছে।