ইয়েমেনের সেনাবাহিনীর দেশে তৈরি ‘সামাদ-৩’ ড্রোন দিয়ে আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানোর পর হুথি আনসারুল্লাহর পক্ষ থেকে এসব বক্তব্য এলো।
আবনা ডেস্কঃ ইয়েমেনের জনপ্রিয় সংগঠন হুথি আনসারুল্লাহ বলেছে, আগ্রাসীদের রাজধানীগুলোতে হামলা অব্যাহত থাকবে। এসব রাজধানীর কোনোটিই এখন আর নিরাপদ থাকবে না। হুথি আনসারুল্লাহর সিনিয়র মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম আল-জাজিরা টিভি চ্যানেলকে বলেছেন, "আমরা কারো ওপর বোমা ফেলার পক্ষে নই। তবে আগ্রাসীদের হামলার মোকাবেলায় চুপচাপ বসে থাকতে পারি না। এখন থেকে আমরা আগ্রাসী জোটের রাজধানীগুলোতে হামলা চালিয়ে যাব।"
ইয়েমেনের সেনাবাহিনীর দেশে তৈরি ‘সামাদ-৩’ ড্রোন দিয়ে আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানোর পর হুথি আনসারুল্লাহর পক্ষ থেকে এসব বক্তব্য এলো। সংযুক্ত আরব আমিরাত ওই হামলার সত্যতা স্বীকার করেছে।
আনসারুল্লাহ মুখপাত্র আরও বলেছেন, "আমাদের সেনাবাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও টর্পেডো রয়েছে। আমরা দেশেই এখন ক্ষেপণাস্ত্র তৈরি করছি। আমরা ইরানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র পাচ্ছি বলে পাশ্চাত্য যে অভিযোগ করছে তা ভিত্তিহীন।"
তবে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনো চিন্তাভাবনা হুথি আনসারুল্লাহর নেই বলে তিনি জানান। আব্দুস সালাম বলেন, আমরা ইয়েমেনের সব দল ও সংগঠনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে। আমরা সাবেক প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদির সঙ্গেও চুক্তি করতে প্রস্তুত আছি।
দারিদ্র পীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে গত তিন বছরেরও বেশি সময় ধরে ভয়াবহ আগ্রাসন চলছে। আর এতে সর্বাত্মক সহযোগিতা করছে আরব আমিরাতসহ কয়েকটি দেশ।#
প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতের একটি কৌশলগত অর্থনৈতিক টার্গেটে বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনী। সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আবু ধাবি বিমানবন্দরের টার্মিনাল-১ এলাকার একটি সরবরাহ যানে বৃহস্পতিবার বিকাল ৪টায় হামলা হয়েছে। তবে হামলায় বিমানবন্দরের কাজে কোনো ব্যাঘাত ঘটেনি বলে সূত্র দাবি করেছে।