ইহুদিবাদী ইসরাইলের সাংবাদিক ইদি কোহেন দাবি করেছেন যে আমিরাতের একজন পাইলট সম্প্রতি গাজার ওপর ইসরাইলি বিমান হামলা ও বোমা-বর্ষণে অংশ নিয়েছিলেন।
তিন সপ্তাহ আগে গাজায় ওই বিমান হামলা চালিয়েছিল দখলদার ইসরাইল।
সংবাদ-মাধ্যম 'মিডল ইস্ট মনিটর' ওই ইসরাইলি সাংবাদিকের টুইট-বার্তার বরাত দিয়ে জানিয়েছে, আমিরাতের ওই পাইলট ইসরাইলের এফ-৩৫ জঙ্গি বিমান চালনার প্রশিক্ষণ নেয়ার সময় গাজার ওপর ইসরাইলি হামলায় অংশ নেন।
ইসরাইলি বিমান বাহিনীতে আমিরাতের একজন পাইলটের উপস্থিতির বিষয়টি ডুবাইয়ের পুলিশ ও গণ-নিরাপত্তা বিভাগের ডেপুটি চেয়ারম্যান জেনারেল দাহি খালফান তামিম অস্বীকার করতে পারবেন না বলে ইসরাইলি সাংবাদিক ইদি কোহেন তাকে টুইট-বার্তায় চ্যালেঞ্জ জানিয়েছেন।
জেনারেল দাহি খালফান সম্প্রতি তার ভাষায় 'ইসরাইলের বাস্তবতা' মেনে নিতে আরবদের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, আরব বিশ্বকে ধ্বংস করাই ইসরাইলের একমাত্র উদ্দেশ্য। তার এই বক্তব্যের জবাবে কোহেন দাবি করেছেন যে জেনারেল দাহি খালফান ২০১০ সালে দুবাইয়ে হামাস-নেতা মাহমুদ মাবহু-কে হত্যার ঘটনায় জড়িত ছিলেন!
পশ্চিমা বিভিন্ন দেশের পাসপোর্টধারী একদল ছদ্মবেশী সন্ত্রাসী দুবাইয়ের একটি হোটেলে মাবহুকে গোপনে হত্যা করেছিল বলে মনে করা হয়। ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সম্ভাব্য ওই অনুচরদের ছবি পরে প্রকাশ করা হয় হোটেলের ভিডিও-রেকর্ড থেকে।