ইরানি দৈনিক জমহুরী ইসলামি’র গত সোমবারের সংখ্যার বিশেষ বিভাগে উল্লেখ করা হয়েছে :
* সম্প্রতিকালের ওয়াহাবী শেইখ মুহাম্মাদ বিন সালেহ উসাইমিন তার ‘আল-কাওলুল মুফিদ আলা কিতাবিত তাওহিদ’ গ্রন্থে ভূমিকার পর লিখেছেন : কিছু কিছু কর্মের ক্ষেত্রে ((وقل اعملوا فسیریالله عملکم و رسوله)) [আর তুমি বলে দাও, তোমরা আমল করে যাও, তার পরবর্তীতে আল্লাহ দেখবেন তোমাদের কাজ এবং দেখবেন তাঁর রাসূল... (সূরা তাওবাহ : ১০৫)] –এ আয়াতটি লেখা সঠিক নয়। মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) তাঁর ওফাতের পর দেখতে পান না এবং শুধু মহান আল্লাহ্ দেখেন। অতএব, এ আয়াতটি লেখা বা কোথাও উল্লেখ করা ভুল! কেননা এর মাধ্যমে মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) এর প্রতি মিথ্যারোপ করা হয়! তবে ‘পবিত্র কুরআনে বিদ্যমান আয়াতসমূহের একটি আয়াত লেখা কিভাবে নিষিদ্ধ হয়’ –এ শীর্ষক প্রশ্নের কোন উত্তর দেননি ওয়াহাবী এ শেইখ। অপর যে প্রশ্নটি এখানে জাগে, ওয়াহাবী এ শেইখ কি পবিত্র কুরআন থেকে এ আয়াতটি সরিয়ে দিতে চান?