মার্কিন অস্ত্র নির্মাতা কোম্পানি লকহিড মার্টিন করপোরেশনকে সৌদি আরবের পক্ষ থেকে অন্তত ১০০ কোটি ডলার পুরস্কার দিয়েছে পেন্টাগন। রাজতান্ত্রিক সৌদি আরবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের কারণে লকহিড মার্টিনকে বিপুল অংকের এ অর্থ দেয়া হলো।
পেন্টাগন গতকাল (সোমবার) এক বিবৃতিতে বলেছে, দেড় হাজার কোটি ডলার মূল্যের থাড সিস্টেম বসানোর জন্য লকহিডকে প্রথম চালানে ৯৪ কোটি ৬০ লাখ ডলার দেয়া হয়েছে। ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফরে গিয়ে যে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি করেছিলেন তার অংশ হিসেবে থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে। ওই বছরের নভেম্বর মাসে রিয়াদ একটি অফার লেটার এবং অ্যাকসেপটেন্স লেটারে সই করে যার ফলে ৪৪টি থাড লাঞ্চার মোতায়েনের পথ খুলে যায়।
২০১৭ সালেই মার্কিন কংগ্রেস সৌদি আরবের কাছে থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির বিষয়টি অনুমোদন করে। এর আগে এ ব্যবস্থা ইহুদিবাদী ইসরাইল, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের কাছে বিক্রি করেছে মার্কিন সরকার। এছাড়া, দক্ষিণ কোরিয়ায়ও মোতায়েন করা হয়েছে থাড।