বার্তা সংস্থা আবনা : নাইজেরিয়ায় ইসলাম প্রচার অ্যাকাডেমির প্রচেষ্টায় সম্প্রতি দেশটির দশ জন খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত অকুর প্রদেশের আন্দু অঞ্চলে কয়েকটি আলোচনা ও বিতর্ক সভায় অংশ নেয়ার পর এই ধর্ম গ্রহণ করেছেন তারা।
'এসিএডিআইপি' নামের এই অ্যাকাডেমি গঠিত হয়েছে এমন সব নও-মুসলিমদের নিয়ে যারা অতীতে খ্রিস্টান ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণের পর এই ধর্মকে ছড়িয়ে দেযার জন্য এক সময়কার বাইবেল বিশেষজ্ঞ এই নও-মুসলিমরা ইসলামী নানা বিষয়ে গভীর পর্যায়ে পড়াশুনা করেছেন। ফলে এই প্রচারকরা ইসলাম ও খ্রিস্ট উভয় ধর্মেই বিশেষজ্ঞ হয়ে পড়েছেন। খাঁটি ইসলাম ধর্ম প্রচারই তাদের উদ্দেশ্য।
তারা সাধারণত কুরআন, তাওরাত ও বাইবেলের বিষয়গুলো নিয়ে বিতর্কের আয়োজন করে থাকেন। তারা এটা তুলে ধরার চেষ্টা করেন যে কুরআন ছাড়া অন্য ঐশী ধর্মগ্রন্থগুলো বিকৃত হয়ে গেছে।
'এসিএডিআইপি'র বিতর্কের কয়েকটি ক্লাসে যোগ দেয়ার পর অকুর শহরের দশজন খ্রিস্টান মুসলমান হয়েছেন। তাদের একজন বলেছেন: এই ক্লাসগুলোতে নানা সতর্কবানী ও বিভিন্ন বিষয়ের বিতর্ক শোনার পর সেই রাতেই ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেই। মুসলমান হওয়ার পর তিনি নিজের নাম রেখেছেন মুহাম্মাদ।