আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সিরিয় সেনাবাহিনী’র পরিকল্পিত অগ্রসরের পর অবরুদ্ধ হয়ে পড়া তাকফিরীরা তাদের সমর্থক দেশসমূহ হতে আর্থিক সহায়তা ও অস্ত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য গ্রহণ না করতে পেরে গ্রামের নিরীহ মানুষদের গৃহপালিত পশুর দিকে দৃষ্টি দিচ্ছে এবং এ ক্ষেত্র কুকুর বা গাধা কোনটাই তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। তারা হালাল গোশ্ত পেতে গাধা ও কুকুর জবাই করে তাদের মাংসকে হালাল করে নিচ্ছে।
আরব-মার্কিন এক সাংবাদিক এ সকল দলের একটির সাথে কিছুদিন অবস্থান করেছেন। তিনি তার টুইটার পেজে একটি প্রতিবেদন প্রকাশ করে তাতে লিখেছেন : “আমাদের শরীরে হারাম মাংস –শুকরের মাংস ও মদ- রয়েছে এ ধারণায় তারা আমাদের সাথে কর্মদন করে না অথবা ইচ্ছা না থাকা সত্ত্বেও তারা কাজটি করে। একদিন সাহস করে ঠাট্টার ছলে তাদের উদ্দেশ্যে বললাম : আপনারাও হারাম মাংস খেলেন। অত্যন্ত শান্ত চিত্তে আমার কথার উত্তর দিল : ‘না, আমরা সেটাকে শরিয়ত সম্মত উপায়ে জবাই করেছি’। নিজেদের যুক্তিকে আরো পোক্ত করতে এও বলে, আমাদের পাশে অবস্থানরত শেইখ সালেম মুনীঈ’র দল ৩ সপ্তাহ পূর্বে দু’টি কুকুর জবাই করেছে’।
এ সাংবাদিক বলেন : সৌভাগ্যজনকভাবে আমি তাদের ন্যায় তাজা মাংসের ভক্ত নই এবং প্যাকেট ও টিনে সংরক্ষিত খাদ্যই আমরা জন্য যথেষ্ট।