ত্রৈমাসিক ‘প্রত্যাশা’ পত্রিকার ২৯ ও ৩০ তম সংখ্যা প্রকাশিত হয়েছে।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ত্রৈমাসিক প্রত্যাশা পত্রিকার ২৯ ও ৩০ তম সংখ্যা একত্রে প্রকাশিত হয়েছে।
প্রত্যাশা; আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার (মাজমা) সাংস্কৃতিক বিভাগ কর্তৃক প্রকাশিত পত্রিকাগুলোর একটি।
‘মহানবি (স.) এর জীবদ্দশাতেই পবিত্র কুরআন সংকলিত হয়েছে’, ইমাম রেজা (আ.) থেকে বর্ণিত হাদিস গুচ্ছ’ এবং ‘হাদিসে গ্বাদীরের উপর একটি পর্যালোচনা’ ইত্যাদি এ সংখ্যার প্রবন্ধগুলোর অন্যতম।
পত্রিকা পরিচিতি:
পত্রিকার নাম: প্রত্যাশা
সম্পাদক: আবুল কাসেম মুহাম্মাদ আনওয়ারুল কবির
প্রকাশক: আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সাংস্কৃতিক বিভাগের পত্রিকা বিষয়ক কার্যালয়
পত্রিকার ধরন: ত্রৈমাসিক
সংখ্যা: ২৯ ও ৩০
প্রকাশকাল: এপ্রিল-সেপ্টেম্বর ২০১৮
প্রকাশের স্থান: বাংলাদেশ (ঢাকা)
সংখ্যা: ১০০০
পৃষ্ঠা সংখ্যা: ১৩০
ই-মেইল: prottasha.2010@yahoo.com
মাজমা’র পত্রিকা বিষয়ক বিভাগের ই-মেইল: bc@ahl-ul-bayt.org
এ সংখ্যায় যা কিছু থাকছে:
-মুসলমানদের মাঝে ঐক্য রক্ষা একটি ঐশী কর্তব্য (সম্পাদকীয়)
-মহানবি (স.) এর জীবদ্দশাতেই পবিত্র কুরআন সংকলিত হয়েছে/ হাসান রেজায়ী
-ইমাম রেজা (আ.) থেকে বর্ণিত হাদিস গুচ্ছ/ মো. মুনির হোসেন খাঁন
-হাদিসে গ্বাদীরের উপর একটি পর্যালোচনা/ প্রফেসর আব্দুল মাজিদ জাহাদাত
-ইমাম আলী (আ.) ও খেলাফত সম্পর্কে দু’টি প্রশ্ন/ ড. আসিফুর রহমান
-মহানবি (স.) এর সাহাবিদের সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গী/ আল্লামা আসাদ হায়দার
-শিশু-কিশোরদের সাথে মহানবি (স.) এর আচরণ/ মুহাম্মাদ আলী চানারানি
-ইলাহিয়্যাত ও দর্শন
-পরিবারে নারী ও পুরুষের ভূমিকা/ আনওয়ারুল কবির
প্রসঙ্গত, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা এবং এর সাথে সম্পৃক্ত বিভিন্ন সংস্থা থেকে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় উল্লেখযোগ্য সংখ্যক পত্রিকা প্রকাশিত হয়ে থাকে।#