সৌদি আরবের স্বৈরাচারী শাসক গোষ্ঠীর নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৩৭ জন নিরীহ মুসলমানের স্মরণে বিশেষ স্মরণসভা ইরানের কোম শহরে অনুষ্ঠিত হয়েছে।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গত ২৩শে এপ্রিল সৌদি আরবের স্বৈরাচারী শাসক গোষ্ঠী এদেশের ৩৭ জন নিরীহ ও নিরাপরাধ মুসলমান নাগরিকের শিরশ্ছেদ করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করে। যাদের মধ্যে ৩৩ জন ছিল শিয়া মুসলিম।
ঐ শহীদদের স্মরণে বিশেষ স্মরণসভা গতকাল এশার নামাযের পর ইরানের ধর্মীয় নগরী কোম-এ অবস্থিত হযরত মাসুমা (সা. আ.) এর মাজার সংলঘ্ন মসজিদ-এ আ’যামে অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মারজায়ে তাক্বলিদ হযরত আয়াতুল্লাহ আল-উজমা ‘আলাভি গোরগানী’, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী’র কোম কার্যালয়ের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হুসাইন মিলকা, কোমে অবস্থিত আয়াতুল্লাহ আল-উজমা সিস্তানীর কার্যালয় প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শাহরিস্তানি, আয়াতুল্লাহ আল-উজমা মাকারেম শিরাজি’র কার্যালয়ের প্রতিনিধি, আয়াতুল্লাহ আল-উজমা নূরি হামেদানীর কার্যালয়ের প্রতিনিধি, আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ মুহাম্মাদ সাঈদ হাকিমের কার্যালয়ের প্রতিনিধি, আয়াতুল্লাহ আল-উজমা মুহাক্কেক কাবুলির কার্যালয়ের প্রতিনিধিবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন হাওজা ইলমিয়া কোমের জামেয়ে মুদাররিসীনের প্রধান আয়াতুল্লাহ মুহাম্মাদ ইয়াযদি, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদ হাসান আখতারি, বাহরাইনের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ ঈসা কাসেম, কুয়েতের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হুসাইন আল-মা’তুক, মাজমা’র উচ্চতর পরিষদের সদস্যবৃন্দ, ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্যবৃন্দসহ বিশিষ্ট আলেমবৃন্দ এবং বিভিন্ন দেশের ব্যক্তিত্ববৃন্দ।
এতে মূল বক্তব্য উপস্থাপন করেন আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার উচ্চতর পরিষদের সহসভাপতি আয়াতুল্লাহ দুররে নাজাফ আবাদি। এছাড়া বক্তব্য রাখেন সৌদি আরবের বিশিষ্ট আলেম ‘যাকি আস-সাদাহ’। তিনি সৌদি আরবের শিয়াদের উপর বয়ে যাওয়া অমানবিক অত্যাচারের কিছু নমুনা তার বক্তব্যে তুলে ধরেন।#