ওমান সরকার "সুলতান কাবুস আল আকবার" জামে মসজিদকে সম্প্রসারণ করে বিশ্বের বৃহত্তম জামে মসজিদ নির্মাণ করার পদক্ষেপ হাতে নিয়েছে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: ওমান সরকার "সুলতান কাবুস আল আকবার" জামে মসজিদকে সম্প্রসারণ করে বিশ্বের বৃহত্তম জামে মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে বিশ্বের বৃহত্তম জামে মসজিদ মরক্কোতে অবস্থিত এবং তা বাদশা মুহাম্মাদ আল খামেসের সময়ে তৈরি করা হয়।
এই মসজিদ সম্প্রসারণ করতে ২ বিলিয়ন ৫ কোটি ডলার খরচ হবে এবং তাতে এক মিলিয়ন নামাজি নামাজ পড়তে পারবে এবং মসজিদের মিনারের উচ্চতা হবে ১২৫ মিটার।
মরক্কোর সরকার এই মসজিদকে ইসলামী কেন্দ্র করবে এবং তার সাথে এটা বিশ্বের বৃহত্তম ভ্রমণ কেন্দ্রও হবে।
এই মসজিদের চার পাশে ১০০টি ফাইভ স্টার হোটেল নির্মাণ করা হয়েছে।
উল্লেখ্য যে কোম্পানিটি মসজিদুল হারামের সম্প্রসারণ কাজ সম্পন্ন করেছে সেই কোম্পানিই "সুলতান কাবুস আল আকবার" জামে মসজিদের সম্প্রসারণ কাজ হাতে নিয়েছে।
source : http://shabestan.net