আশুরার মর্মান্তিক ঘটনার প্রায় ১৪ শত বছর পার হওয়ার পরও এখনও যেন সদ্য ঘটে যাওয়া কোন ঘটনার ন্যায়; ইমাম হুসাইন (আ.) এর মর্মান্তিক শাহাদাতের ঘটনার শোকে আজও শোকার্ত জমিন এবং আসমান।
১০ই মহররম; পবিত্র আশুরা। আবা আব্দিল্লাহিল হুসাইন (আ.) এর মূল মাজারের মাটির কিছু অংশ –যা তাঁর সাথে সম্পৃক্ত যাদুঘরে রক্ষিত রয়েছে- রক্তবর্ণ ধারণ করেছে। এ ঘটনা উপস্থিত প্রত্যক্ষদর্শীরা দেখেছে এবং ইমাম হুসাইন (আ.) এর মাজার পরিচালনা কমিটি এ ঘটনা সত্যায়িত করেছে এবং হযরত আবুল ফাদ্বলিল আব্বাস (আ.) এর মাজারের ওয়েব সাইটে রক্তবর্ণ ধারণকারী ঐ পবিত্র মাটির ছবি প্রদান করা হয়েছে। এছাড়া ইমাম হুসাইন (আ.) এর মাজার পরিচালনা পরিষদের প্রধান এবং আয়াতুল্লাহ সিস্তানী’র প্রতিনিধি ‘হুজ্জাতুল ইসলাম শেইখ আব্দুল মাহদী কারবালাঈ’ স্বয়ং নিজেই উক্ত যাদুঘরে উপস্থিত হয়ে এ ঘটনা অবলোকন করেছেন। এছাড়া হাজার হাজার যায়ের (যেয়ারতকারী) উক্ত ঘটনার সচক্ষে দেখার জন্য উক্ত যাদুঘরে ভীড় জমায়।
ইমাম হুসাইন (আ.) এর মাজারের মাটির রক্তবর্ণ ধারণের ছবি নিম্নে দেওয়া হল :
শিয়া ও সুন্নি মাযহাবের নির্ভরযোগ্য হাদীস গ্রন্থসমূহে বর্ণিত হয়েছে যে, হযরত জীবরাইল (আ.) যখন ইমাম হুসাইন (আ.) এর শাহাদাতের সংবাদ মহানবী (স.) কে প্রদান করেছিলেন তখন তিনি কারবালা হতে কিছু মাটি সাথে এনে মহানবী (স.) কে দিয়েছিলেন। আর তিনি (স.) ঐ মাটিকে স্বীয় স্ত্রী উম্মু সালামাহ (সা. আ.) কে দিয়ে বললেন : যখন এ মাটি রক্তবর্ণ ধারণ করবে তখন আমার সন্তান হুসাইন কারবাবাল নামক স্থানে নিহত হবে’।
মূল হাদীসটি :
متن حدیث: عن «عمر بن ثابت» عن «الاعمش» عن «شقيق» عن «امّ سلمة» قالت: كان الحسين والحسين(عليهما السلام) يلعبان بين يدي رسول اللّه (صلى الله عليه وآله) في بيتي; فنزل جبريل فقال: "يا محمّد إن امتك تقتل ابنك هذا من بعدك" و أومأ بيده إلى الحسين(ع). فبكى رسول اللّه (صلى الله عليه وآله) وضمّه إلى صدره ثم قال رسول اللّه(ص): "وضعت عندك هذه التربة" فشمّها رسول اللّه (ص) قال: ريح كرب و بلاء، و قال: "يا ام سلمة إذا تحولت هذه التربة دماً فاعلمي أن ابني قد قتل".
অনুবাদ : ‘উমার বিন সাবেত’, আ’মাশ হতে, তিনি শাকিক হতে বর্ণনা করেছেন যে, ‘হযরত উম্মু সালামাহ বলেছেন : একদা হাসান ও হুসাইন আমার গৃহে মহানবী (স.) এর সম্মুখে খেলা করছিলেন। এমতাবস্থায় হযরত জীবরাইল (আ.) অবতীর্ণ হয়ে মহানবী (স.) কে বললেন : ‘হে মুহাম্মাদ! তোমার উম্মত তোমার পর তোমার এ সন্তানকে হত্যা করবে’। এ সময় তিনি হাত দ্বারা হুসাইন [আ.] এর প্রতি ইশারা করলেন। মহানবী (স.) ক্রন্দন করলেন এবং হাসানাইন (ইমাম হাসান ও হুসাইন) কে বুকের সাথে জড়িয়ে ধরলেন। অতঃপর মহানবী (স.), যে মাটি তাঁকে হযরত জীবরাইল (আ.) দিয়েছিলেন তা আমাকে দিয়ে বললেন : ‘হে উম্মু সালামাহ! এ মাটিকে তোমার নিকট রেখে দিলাম। যখন সেগুলো রক্তে পরিণত হবে বুঝবে যে, আমার পুত্র হুসাইন নিহত হয়েছে’।
সুন্নি মাযহাবের কিছু কিছু গ্রন্থেও এ হাদীসটি বর্ণিত হয়েছে, তম্মধ্যে ‘ইবনে হাজার আসকালানী’ তার গ্রন্থ ‘তাহযীবুত তাহযীব’, ইবনে আবি বাকর হাইসামী তার মাজমাউয যাওয়ায়েদ, তাবরানী তার আল-মু’জামুল কাবীর গ্রন্থ
source : http://www.abna.ir/