আবনা : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস গাজা উপত্যকায় বিশাল সামরিক মহড়া চালিয়েছে। হামাসের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ মহড়ার আয়োজন করা হয়।ফিলিস্তিনের ‘আর-রিসালা' অনলাইন লিখেছে- আজ (রোববার) হামাসের রাজনৈতিক শাখার উপ-প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার উপস্থিতিতে এ মহড়া চলে। গাজার হাজার হাজার অধিবাসী সরাসরি মহড়া দেখেছে। এ সময় হামাসের যোদ্ধাদের রণ-কৌশল ও সামরিক অস্ত্র প্রদর্শন করা হয়। হামাসের প্রদর্শিত অস্ত্রের মধ্যে ‘আবাবিল' ড্রোন এবং ‘কাস্সাম' ক্ষেপণাস্ত্রের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
‘কাস্সাম' ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হলেও এর পাল্লা সম্পর্কে সেখানে কোনো তথ্য উল্লেখ ছিল না। এর মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলকে অন্ধকারে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, কাস্সাম ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হয়েছে। এর আগেই হামাসের পদস্থ কর্মকর্তা সালাহ আল-বোরদুইল ঘোষণা করেছিলেন- তাদের কাছে ইসরাইলকে অবাক করার মতো নতুন কিছু রয়েছে।
১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস প্রতিষ্ঠিত হয়। এরপর ক্রমেই সংগঠনটি শক্তিশালী হয়ে এখন ফিলিস্তিনিদের আশা-আকাঙ্খার প্রতীকে পরিণত হয়েছে। গত শুক্রবার গাজায় হাজার হাজার মানুষ হামাসের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিতে অংশ নিয়েছে।#
source : www.abna.ir