আবনা ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আমেরিকা হচ্ছে বলদর্পিতার মূর্ত প্রতীক। তিনি বিশ্বের সব বলদর্পী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করার জন্য প্রস্তু
আবনা ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আমেরিকা হচ্ছে বলদর্পিতার মূর্ত প্রতীক। তিনি বিশ্বের সব বলদর্পী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করার জন্য প্রস্তুতি নিতে ইরানের জনগণের প্রতি আহ্বান জানান।
সর্বোচ্চ নেতা বলেন, ১৯৭৯ সালে সফল হওয়া ইসলামি বিপ্লবের মূল আদর্শ ছিল বলদর্পী শক্তিগুলোর বিরুদ্ধে সংগ্রাম করা। একইসঙ্গে তিনি বলেন, পবিত্র কুরআন মানুষকে বলদর্পী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ম্যান্ডেট দিয়েছে। রাজধানী তেহরানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক সমাবেশে সর্বোচ্চ নেতা এসব কথা বলেছেন।
পরমাণু ইস্যুতে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে চুক্তি হলে সংগ্রামের ধরণ কী হবে -এক ছাত্রের এমন প্রশ্নের জবাবে আয়াতুল্লাহ খামেনেয়ী জোর দিয়ে বলেন, বলদর্পী শক্তির বিরুদ্ধে প্রচারণা ও লড়াই থেকে কখনো পিছিয়ে আসার কোনো সুযোগ নেই।#
source : abna