আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভোরে ইস্তাম্বুলে ২৩টি গাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বার্তা সংস্থা দুগান জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা ইস্তাম্বুলের ‘কাগাতখানা’, ‘গাজি পাশা’ ও ‘সুলতান গাজি’ এলাকায় ২৩টি গাড়ীতে অগ্নিসংযোগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্বৃত্তরা গাড়ীগুলোর উপর পেট্রোল ঢেলে সেগুলোতে অগ্নিসংযোগ করে।
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন দলই এ অগ্নিকাণ্ডের দায়িত্ব স্বীকার করেনি। তবে তুরস্কের কিছু কিছু গণমাধ্যম দাবী করেছে যে, পিকেকে’র সদস্যরা এর সাথে জড়িত।
ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
বিগত বছরগুলোতেও তুরস্ক সেনাবাহিনী ও পিকেকের সদস্যদের মাঝে সশস্ত্র সংঘর্ষের সময় ইস্তাম্বুলে অজ্ঞাত কারণে শত শত গাড়ীতে অগ্নসংযোগ করা হয়।
তুরস্কের কুর্দি অধ্যুষিত পূর্ব ও দক্ষিন-পূর্ব এলাকায় দীর্ঘ ৯ মাস যাবত রক্তক্ষয়ী সংঘর্ষ অব্যাহত রয়েছে।
তুরস্কের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের ভাষ্যমতে ইরাকের উত্তর অঞ্চলে পিকেকে’র অবস্থানস্থলকে লক্ষ্য করে তুর্কি বিমান হামলা এবং উভয়পক্ষের মধ্যকার সংঘর্ষে এ পর্যন্ত পিকেকে’র ৫ হাজার সদস্য এবং নিরাপত্তা ও সামরিক বাহিনীর ৪ শত সদস্য নিহত হয়েছে।
সৃষ্ট এ অস্থিতিশীলতার কারণে ইতিমধ্যে বসত-ভিটা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে প্রায় আড়াই লক্ষ মানুষ। পাশাপাশি প্রায় ১ লক্ষ ১৪ হাজার শিক্ষার্থি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।#