আবনা ডেস্ক: রোমান ক্যাথলিক পোপদের বাসস্থান ভ্যাটিক্যানে ঐতিহাসিক এক বৈঠকে মিলিত হয়েছেন খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড মুফতি শেখ আহমেদ আল তাইয়েব। সোমবার তারা এ বৈঠকে মিলিত হন।
তাদের এই সংলাপকে বিশ্ব ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসবে দেখা হচ্ছে। আল আজহার বিশ্ববিদ্যালয়কে সুন্নি মুসলিমদের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। ২০১৩ সালে পোপ নির্বাচিত হওয়ার পর থেকেই এই দুই ধর্ম সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে পোপ ফ্রান্সিস।
শেখ আহমেদ আল তাইয়েবের সঙ্গে বৈঠকের শুরুতে পোপ ফ্রান্সিস সাংবাদিকদের বলেন, ‘আমাদের বৈঠক একটি বার্তা।’
আল আজহারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে গ্রান্ড মুফতির সফর সম্পর্কে বলা হয়েছে, ‘শান্তি ছড়িয়ে দেয়া এবং পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির চেষ্টার অংশ হিসেবেই তাইয়েব ফ্রান্সিসের নিমন্ত্রণ গ্রহণ করেছেন।’
ভ্যাটিক্যানের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘তাদের একান্ত আন্তরিক বৈঠকটি ৩০ মিনিট স্থায়ী ছিল। গ্রান্ড মুফতি সেন্ট পিটার্সে সব মিলিয়ে ঘণ্টাখানেক সময় কাটিয়েছেন।’
source : abna24