আবনা ডেস্ক : ‘শিক্ষার্থীদের পাওনা ফি মওকুফ না করলে আপনার স্কুল উড়িয়ে দেওয়া হবে। সেই সঙ্গে আপনাকে পুড়িয়ে ফেলা হবে।’
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআইএল'র নাম ব্যবহার করে এমনটিই লিখে উড়ো চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে ভারতের বিসিএম স্কুলের প্রধান শিক্ষক ভারজেস জোসেফকে।
কিছুদিন আগে প্রধান শিক্ষকের কাছে হিন্দি ভাষায় হাতে লেখা ওই চিঠি আসে।
জোসেফ জানান, ওই চিঠিটি তার স্কুলের কোনো শিক্ষার্থী বা তাদের পরিবার থেকে পাঠানো হয়ে থাকতে পারে। কেউ হয়তো আইএসআইএল'র নাম ব্যবহার করে তাকে ভয় দেখানোর জন্য এ উড়ো চিঠি দিয়েছে।
এদিকে এ ঘটনায় স্কুলটিতে অধ্যয়নরত দুই শিক্ষার্থীর বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক জোসেফ জানান, তার স্কুলে অধ্যয়নরত দুই শিক্ষার্থীর বাবার কাছে স্কুলের বকেয়া রয়েছে ৪৪ হাজার টাকা।
এর আগে গত মাসে প্রাপ্ত বকেয়া চেয়ে ওই অভিভাবকের কাছে চিঠি পাঠালে প্রধান শিক্ষককে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। বিষয়টি পুলিশকে জানানোর পরও তাকে হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে নাহার দারওয়াজা থানার ইনচার্জ আরআর গৌতম জানান, এ ঘটনায় আইএসআইএল'র সংশ্লিষ্টতা থাকার কোনো সম্ভাবনা নেই। তদন্তের জন্য স্কুলের প্রত্যেক শিক্ষার্থী ও শিক্ষকদের কাছ থেকে হাতের লেখা নেওয়া হচ্ছে।
এদিকে অভিযুক্ত ওই অভিভাবক বকেয়া ফি’র বিষয়টি স্বীকার করলেও হুমকির বিষয়টি অস্বীকার করেছেন।
source : abna24