বাঙ্গালী
Sunday 1st of September 2024
0
نفر 0

আলকায়েদা ছাড়ল নুসরা ফ্রন্ট/আল-জুলানির প্রথম ভিডিও বার্তা

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: তাকফিরি সন্ত্রাসী গ্রুপ জিবহাতুন নুসরা’র (নুসরা ফ্রন্ট) নেতা ‘আবু মুহাম্মাদ আল-জুলানি’ কাতারের আল-জাজিরা চ্যানেলে প্রচারিত একটি রেকর্ডেড ভিডিওতে, তাকফিরি এ দলের তৎপরতার সমাপ্তি এবং ‘আলকায়েদা সন্ত্রাসী’ গ্রুপের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন। আল-জুলানি তার ব
আলকায়েদা ছাড়ল নুসরা ফ্রন্ট/আল-জুলানির প্রথম ভিডিও বার্তা

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: তাকফিরি সন্ত্রাসী গ্রুপ জিবহাতুন নুসরা’র (নুসরা ফ্রন্ট) নেতা ‘আবু মুহাম্মাদ আল-জুলানি’ কাতারের আল-জাজিরা চ্যানেলে প্রচারিত একটি রেকর্ডেড ভিডিওতে, তাকফিরি এ দলের তৎপরতার সমাপ্তি এবং ‘আলকায়েদা সন্ত্রাসী’ গ্রুপের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন।

আল-জুলানি তার বক্তব্যে বলেন, জিবহাতুন নুসরা এরপর থেকে ‘জিবহাতু ফাতহিশ শাম’ নামে কাজ করবে। যার সাথে বিদেশীদের কোন সম্পর্ক নেই।

প্রথমবারের মত ক্যামেরার সামনে আসা আল-জুলানি বলেন: আল-কায়েদার সঙ্গে তাদের সংযোগের বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে আন্তর্জাতিক ও পশ্চিমা শক্তিগুলো সিরিয়ায় বোমা হামলা চালাচ্ছে।

 

স্বাধীনভাবে কাজ করার অধিকার রয়েছে জিবহাতুন নুসরার: জাওয়াহেরি

এদিকে, আলকায়েদা সন্ত্রাসী গ্রুপের প্রধান আইমান আল-জাওয়াহেরি একটি অডিও বার্তায় জিবহাতুন নুসরা’র উদ্দেশ্যে বলেছেন: আলকায়েদা, তার সিরিয়া শাখা ‘জিবহাতুন নুসরা’র উদ্দেশ্যে এই মর্মে ঘোষণা করছে যে, আলকায়েদার সাথে সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার অধিকার তাদের রয়েছে, যাতে সিরিয়া যুদ্ধ অব্যাহত রাখতে তারা নিজেদের ঐক্য রক্ষা করতে পারে।

তার সংযোজন: বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ যদি আপনাদের ঐক্যের সাথে সম্পৃক্ত হয়ে থাকে, তবে কোনরূপ উদ্বেগ ছাড়াই নিজেদের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন এবং স্বতন্ত্র একটি গ্রুপ হিসেবে যুদ্ধ অব্যাহত রাখার অধিকার আপনাদের রয়েছে।

প্রসঙ্গত, এরপূর্বে আবু মুহাম্মাদ আল-জুলানি’র নেতৃত্বাধীন সন্ত্রাসী গ্রুপ জিবহাতুন নুসরা ফ্রন্ট সিরিয়াতে আলকায়েদার শাখা সংগঠন হিসেবে পরিচিত ছিল। সিরিয়া সংকটের শুরু থেকে বিভিন্ন বর্বর হামলা চালিয়েছে তাকফিরি এ গ্রুপটি।

 

এ পদক্ষেপের নেপথ্য কারণ

বিশ্লেষকদের অনেকে মনে করছেন যে, আলকায়েদা থেকে জিবহাতুন নুসরা’র পৃথক হওয়া এবং একটি স্বতন্ত্র গ্রুপ হিসেবে কাজ এ উদ্দেশ্যে শুরু করেছে, যাতে পারস্য উপসাগরীয় দেশগুলো গ্রুপটিকে একটি ‘মধ্যপন্থী’ গ্রুপ হিসেবে উপস্থাপন করতে পারে। যারা আলকায়েদার চিন্তাধারা ত্যাগ করার ফলে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকা থেকে নিজেদের নাম মুছে ফেলতে সক্ষম হয়েছে।#


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

আমাকে এ নারীর হাত হতে মুক্তি দাও!: ...
ত্রৈমাসিক পত্রিকা ‘প্রত্যাশা’ ...
বাস্তবতার দর্পনে ওহাবি মতবাদ (১১ - ...
চাকরিতে বাধা হিজাব ; নিরাপত্তা ...
ইরান মুসলিম জাতিগুলোর জন্য আদর্শ ...
সূরা আ'রাফ;(২৬তম পর্ব)
ভারতে যে দাঙ্গা মুসলিম নারীদের ...
সুফীবাদ প্রসঙ্গে
মিয়ানমারে ইমাম হুসাইন (আ.) এর ...
পোপ ও ইয়েমেনের মানুষ হত্যাকারীরা

 
user comment