আবনা ডেস্ক: ফরিদপুরে আনসারউল্লাহ বাংলা টিমের (এবিটি) চার সদস্যকে পৃথক অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১০ রাউন্ড গুলি, ২২টি হাতবোমা, একটি ল্যাপটপ, জিহাদি বই ও ইলেকট্রনিক সার্কিট জব্দ করা হয়।
গতকাল শনিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ফরিদপুরের কয়েকটি উপজেলায় শুক্রবার বিকাল থেকে এ অভিযান চালানো হয়।
ফরিদপুর পুলিশ সুপার জামিল হাসান জানান, ময়মনসিংহ থেকে পালিয়ে আসা বিস্ফোরক মামলার আসামি নাহিদ মোল্লা ওরফে নাদিমকে শুক্রবার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে গ্রেফতার করা হয়।
তার দেয়া তথ্য অনুযায়ী ফরিদপুর অঞ্চলের দলনেতা ফরিদ মৃধাকে সদরপুর উপজেলার দক্ষিণ আলমনগর থেকে আটক করা হয়। পরে একই উপজেলার মটুকচর ও চরবিষ্ণুপুর থেকে শহিদুল ইসলাম ও মহসিন মোল্লাকেও আটক করা হয়।
পুলিশ সুপার আরো জানান, দেশের বিভিন্ন স্থানে তারা জঙ্গি হামলার সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে স্বীকার করেছে। আটককৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।
source : abna24