আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সন্ত্রাসী গোষ্ঠি আবু সাইয়াফ এক বছর আগে ফিলিপাইনের দক্ষিনাঞ্চল থেকে অপহরণ করা নরওয়েজিয়ান এক নাগরিককে মুক্তি দিয়েছে।
তার সাথে অপহৃত কানাডার দুই নাগরিককে গলা কেটে হত্যা করেছে আবু সাইয়াফের সন্ত্রাসীরা এবং ফিলিপাইনি এক নারীকেও মুক্তি দেয়া হয়েছে।
‘কিয়ারটন সেক্কিংস্টার্ড’ নামক ঐ নরওয়েজিনাকে ফিলিপাইনের ‘সোলো’ প্রদেশের ‘পাতিকুল’ শহরে ‘মোরো’ গ্রুপের নিকট হস্তান্তর করা হয়।
মোরো গ্রুপের সাথে ফিলিপাইন সরকারের শান্তি চুক্তি রয়েছে। এর আগে ঐ নরওয়েজিয়ানের মুক্তির বিষয়ে আলোচনা করেছিল গ্রুপটি।
প্রসঙ্গত, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি ‘আবু সাইয়াফ’ ১৯৯০ সালে আলকায়েদার আর্থিক সহযোগিতায় ফিলিপাইনে গঠিত হয়। গতবছর আবু সাইয়াফের এক শীর্ষ নেতা সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের সাথে বাইয়াতের ঘোষণা দেয়।#