আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইয়েমেনের পশ্চিমাঞ্চলে একটি কারা ভবনে সৌদি বিমান হামলায় ৬০ জন নিহত হয়েছে।
বন্দর নগরী হাদিদিয়া’র উত্তর-পশ্চিম অঞ্চলের যাইদিয়া এলাকায় একটি কারা ভবনকে লক্ষ্য করে ৩ দফা বিমান হামলা চালায় সৌদি আরব, এতে মর্মান্তিক মৃত্যু হয়েছে অন্তত ৬০ কয়েদির। হামলায় অপর ৩৮ জন আহত হয়েছে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক।
সৌদি নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে এ হামলার ব্যাখ্যা দিতে গিয়ে দাবী করেছে যে, হুথিদের নিরাপত্তা বাহিনীর একটি ছাউনীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, আর এ হামলায় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছেছি!
আল-হাদিদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আহতদের জন্য রক্তের আবেদন করা হয়েছে। আহতদেরকে সামরিক ও জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ইতিমধ্যে।
বলাবাহুল্য, স্বৈরাচারী সৌদি আরব গত বছরের গোড়ার দিক থেকে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী ইসরাইলের সহযোগিতায় ইয়েমেনের উপর হামলা শুরু করে। বিগত প্রায় ২০ মাস ধরে চালানো মুহুর্মুহ হামলায় দেশটির হাজার হাজার নিরাপরাধ মানুষ প্রাণ হারিয়েছে; যাদের মাঝে বহু সংখ্যক নারী ও শিশু রয়েছে। পাশাপাশি আহত হয়েছে হাজার হাজার মানুষ।#
source : abna24