আবনা ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া সাফাভি বলেছেন-ইরান, রাশিয়া, সিরিয়া ও লেবাননের হিজবুল্লাহর জোট আলেপ্পো মুক্ত করতে সক্ষম হয়েছে। ইরাকের মসুলও খুব শিগগিরই মুক্ত হবে। আজ (বুধবার) তেহরানে এক সামরিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সিরিয়া ও ইরাকের সরকার তাদেরকে সহযোগিতার জন্য আনুষ্ঠানিক আবেদন জানানোর পর ইরান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং ইরানের অংশগ্রহণে গঠিত জোট এখন বিজয় অর্জন করছে। ইয়াহিয়া সাফাভি বলেন, আলেপ্পোতে প্রতিরোধ জোটের বিজয়ে ইরানের রাজনৈতিক অবস্থান শক্তিশালী হয়েছে এবং আমেরিকার নয়া প্রেসিডেন্টকে এ বাস্তবতা মেনে নিতে হবে যে, ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রধান শক্তি।
এদিকে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, সন্ত্রাসীদের কবল থেকে আলেপ্পো মুক্ত করার মাধ্যমে সিরিয়ার জনগণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে মহাবিজয় অর্জন করেছে।#