আহলে বাইত (আ.) বার্তা সংস্থা -আবনা-: সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত ইরিত্রিয়া, সুমালিয়া ও মরক্কো’র মুসলমানদের ইসলামি কেন্দ্রে সশস্ত্র হামলায় ৩ ব্যক্তি আহত হয়েছে।
সুইস এক দৈনিক গতকাল (সোমবার, ১৯ ডিসেম্বর) লিখেছে: ঐ ইসলামি কেন্দ্রের ভবনের ভেতরে চালানো হামলায় ৩ ব্যক্তির আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে জুরিখ পুলিশ।
গতকাল বিকেলে আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার মুসলমানদের এ ইসলামি কেন্দ্র স্থানীয় সময় বিকেল ৪:৪৩ মিনিটে হামলার শিকার হয়। সশস্ত্র ঐ ব্যক্তি মাগরিবের নামাযের সময়ে জুরিখের ঐ মসজিদে ঢুকে গুলি করা শুরু করে। এতে ৩ ব্যক্তি আহত হয়। হামলাকারীর ব্যক্তির বয়স ৩০ বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
সুইস পুলিশের টুইটার পেইজে বলা হয়েছে: মসজিদের ভেতরেই এ গুলির ঘটনা ঘটেছে।
বলাবাহুল্য, জুরিখে অবস্থিত ‘আহলে বাইত (আ.) ইসলামি ও সাংস্কৃতিক’ কেন্দ্র এক বিবৃতিতে ন্যাক্কারজনক এ ঘটনার নিন্দা জানিয়েছে।#