আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ‘ফিকরি ইশিক’, সৌদি আরবে অস্ত্র রফতানির বিষয়ে এদেশের আগ্রহের তথ্য ফাঁস করেছেন।
আনকারায় অনুষ্ঠিত সামরিক সরঞ্জাম ও বিমানের যন্ত্রাংশ রপ্তানিকারক ইউনিয়নের সদস্যদের একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বলেন: খুব শীঘ্রি সৌদি আরবের সাথে অস্ত্র রপ্তানি বৃদ্ধির বিষয়ে একটি চুক্তি করতে পারবো বলে আমরা আশাবাদি। এর আওতায় যতদূর সম্ভব রপ্তানি বৃদ্ধি করা হবে।
তিনি বলেন: তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়, বার্টার সিস্টেম ব্যবহার করতে চায়, তথা অন্যদেশে অস্ত্র রপ্তানির বিনিময়ে অন্যান্য প্রডাক্ট আমদানি করে চায়; যাতে তুরস্কের অস্ত্র রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান সমস্যার সমাধান হয়।
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে অস্ত্র রপ্তানির চেষ্টা চালাচ্ছে তুরস্ক। ঐ বছর থেকে তুরস্ক সরকার, হেলিকপ্টার, ইউএভি, যুদ্ধজাহাজ, ট্যাংক, মিসাইল সিস্টেম এবং ফাইটার বিমান তৈরীর পরিকল্পনা হাতে নেয়।
২০১১ সালে তুরস্ক ৮৮৩ মিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানি করলেও ২০১৬ সালে তা বৃদ্ধি পেয়ে এক বিলিয়ন ৭০০ মিলিয়ন ডলারে পৌঁছেছে।#