আবনা ডেস্ক: বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় আজ এক প্রজ্ঞাপন জারি করে পিস টিভির সম্প্রচার বন্ধ ঘোষণা করেছে। ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত মুম্বাইভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান হল পিস টিভি। ইংরেজী, উর্দু ও বাংলা ভাষায় ২৪ ঘণ্টার এ চ্যানেলটি সম্প্রচার করা হয় দুবাই থেকে।
বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, “মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ডাউন লিংকের শর্ত ভঙ্গ করায় বিদেশি ফ্রি-টু-এয়ার টিভি চ্যানেল পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল করা হল।” সেইসঙ্গে বাংলাদেশের ভেতরে পিস টিভির সব ধরনের সম্প্রচার বন্ধের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য অধিদফতর, বিটিভি ও কেবল অপারেটরদের সংগঠন কোয়াবকেও এই প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
গত ১ জুলাই গুলশানে জঙ্গি হামলায় সঙ্গে জড়িতদের মধ্যে অন্তত দুইজন সামাজিক যোগাযোগের মাধ্যমে ডা. জাকির নায়েকের মতো ইসলামী বক্তাদের নিয়মিত অনুসরণ করতেন বলে খবর প্রকাশ হয়। এর পরপরই জাকির নায়েকের বিষয়ে উদ্যোগী হয় বাংলাদেশ সরকার।
এই প্রেক্ষাপটে গতকাল (রোববার) আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
তবে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)জানিয়েছে, মন্ত্রিপরিষদ কমিটির বৈঠকের পরপরই রোববার থেকে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে।
গতকাল বাংলাদেশের প্রাইভেট টেলিভিশন চ্যানেলের মালিক ও প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “পিস টিভি বহু ক্ষেত্রে মুসলমান সমাজের কুরআন, সুন্নাহ, হাদিস, বাংলাদেশের সংবিধান, দেশজ সংস্কৃতি, রীতি-নীতি, আচার-অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।”
বাংলাদেশে পিস টিভি’র সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. এ জে এম শফিউল আলম ভূইয়া রেডিও তেহরানকে বলেন, কেবল পিস টিভি বন্ধের মাধ্যমেই জঙ্গিপনা বন্ধ করা যাবে না। তবে ইসলামের নামে যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুবকদের উদ্বুদ্ধ করা না যায় সে ব্যাপারে সব মহলকেই সজাগ হতে হবে।
এদিকে, বাংলাদেশ ইসলামী ঐক্য আন্দোলনের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, বাংলাদেশে অপসংস্কৃতি প্রচারে লিপ্ত ভারতীয় চ্যানেল বন্ধের ব্যাপারে উদ্যোগ না নিয়ে একটি অজুহাত দেখিয়ে পিস টিভি বন্ধ করে ভারতীয় হিন্দুত্ববাদী সরকারের মনোবাসনা পূরণ করা হলো কিনা- তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
এ প্রসঙ্গে বামমোর্চার সমন্বয়ক ও মার্কসবাদী জাসদের কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী বলেন, উচ্চতর সাংস্কৃতিক ও রাজনৈতিক মতাদর্শ জনগণের সামনে না দিয়ে কেবল পিস টিভি বন্ধ করার ফলে বরং নেতিবাচক প্রতিক্রিয়াই বাড়বে।
এর আগে, ভারতীয় কেন্দ্রীয় সরকার ও মহারাষ্ট্র পুলিশ পিস টিভিতে প্রচারিত জাকির নায়েকের বয়ান বক্তৃতা অনুষ্ঠানাদি পরীক্ষা-নীরিক্ষা করতে শুরু করেছে। ভারতে এ চ্যানেলের ডাউন লিংক বন্ধ রাখার ব্যাপারে সেখানকার ক্যাবল অপারেটরদেরকেও নিষেধ করে দেয়া হয়েছে।#
source : abna24