আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গত বুধবার (১৫ নভেম্বর) পাকিস্তানের কুয়েত্তা শহরের ‘নোয়ান কলি’ এলাকায় কর্নেল মুহাম্মাদ ইলিয়াসের গাড়ীকে লক্ষ্য করে গুলি চালায় মোটর সাইকেল আরোহী সন্ত্রাসীরা। এ ঘটনায় কর্নেল মুহাম্মাদ ইলিয়াস, তার পুত্র আদিল ইলিয়াস এবং তার স্ত্রী ও নাতি প্রাণ হারিয়েছেন।
প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে, শিয়া এ কর্নেল ও তার পরিবারকে হত্যার সাথে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি সিপাহে সাহাবা জড়িত।
প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের বিভিন্ন শহরে শিয়া ব্যক্তিত্বদের সন্ত্রাসী হামলার শিকার হওয়ার ঘটনা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এ সকল সন্ত্রাসী হামলায় বহু শিয়া ব্যক্তিত্ব শাহাদত বরণ করেছেন।
পাকিস্তানি শিয়ারা বিক্ষোভ সমাবেশ, মিছিল ও অনশন করে এদেশের শিয়া মুসলমানদেরকে নিরাপত্তা প্রদানের বিষয়ে সরকারের উদাসীনতার প্রতিবাদ জানিয়ে আসছে বহু বছর ধরে।#