আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: শিয়া অধ্যুষিত ফুয়াহ ও কিফরিয়া অঞ্চলের বাসিন্দাদেরকে বহনকারী প্রথম গাড়ী বহরটি আলেপ্পোর দক্ষিনে ‘আর-রামুসাহ’ এলাকায় পৌঁছেছে। এই বাসগুলোকে আর-রাশিদিন এলাকায় প্রায় ৩০ ঘন্টারও অধিক সময় ধরে আটকে রেখেছিল সন্ত্রাসীরা।
প্রথম বহরটিতে ১৫টি বাস এসে পৌঁছেছে। এ সকল বাসে করে আসা বাসিন্দারা আলেপ্পো প্রদেশের ‘জাবরিন’ এলাকায় অস্থায়ীভাবে অবস্থান করবে।
এর কিছুক্ষণ আগে শিয়া অধ্যুষিত ঐ শহর দু’টি থেকে ৫০ জন আহত ও অসুস্থ ব্যক্তিকে নিয়ে রেড ক্রিসেন্টের বেশ কয়েকটি এ্যাম্বুলেন্স আলেপ্পোতে পৌঁছায়।
এদিকে, গতকাল (শনিবার, ১৫ এপ্রিল) শিয়া অধ্যুষিত ফুয়াহ ও কিফরিয়া শহরের বেসামরিক লোকদেরকে বহনকারী বাসের বহর আলেপ্পোর পশ্চিমাঞ্চলীয় ‘আর-রাশিদিন’ এলাকায় আত্মঘাতী হামলার মুখে পড়ে।
সিরিয়ার সরকারি গণমাধ্যম জানিয়েছে, ঐ বিস্ফোরণে অন্তত ৩৯ জন প্রাণ হারিয়েছে। তবে আলেপ্পোর অপর এক সংবাদমাধ্যমে বলা হয়েছে, এতে ৬০ জন বেসামরিক লোকের প্রাণহানী হয়েছে।
যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আত্মঘাতী এক বোমা হামলাকারী একটি গাড়ি চালিয়ে ওই বহরের কাছে এসে বিস্ফোরণ ঘটায়। গাড়িটিতে ত্রাণসামগ্রী নিয়ে আসছে বলে মনে করা হচ্ছিল। তবে ত্রাণের বদলে সেটি ছিল গাড়িবোমা।#